মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির লাগাতার সংঘর্ষ চলছে। আরাকান আর্মি কিছু কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়ও সক্ষম হয়েছে। রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় বেশ কিছু সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পও দখল করেছে আরাকান আর্মি। রাখাইনজুড়ে চলমান সংঘর্ষ থেকে নিজেদের রক্ষা করতে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। মিয়ানমারের রাখাইনে গোলাগুলি ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় বাংলাদেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। দিনের বেলায় নাফ নদে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। দিনে বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছে না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদ পাড়ি দেওয়ার অপেক্ষা করছে তারা। নাফ নদের ওপারে মিয়ানমারের শিলখালী ও বলিবাজার এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। এতে ওই এলাকায় থাকা রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিজিবি ও কোস্টগার্ড, নাফ নদে অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই চার-পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। একই সময় টেকনাফ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ১০ জন রোহিঙ্গাকে আটক করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। গত সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার মধ্যে ১২ জনকে তিন দিন রিমান্ডের আদেশ দিয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার ঘুমধুম তুমব্রু সীমান্তবর্তী এলাকা থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র নিরাপদ এলাকয় সরিয়ে আনা হয়েছে। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষে রোহিঙ্গারা বিপাকে পড়েছে। আরাকান রোহিঙ্গাদের দেখছে বাঁকা চোখে দেখছে উভয় পক্ষ। বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ইতোমধ্যে বিপাকে পড়েছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্সের বিকল্প নেই।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মিয়ানমারে গৃহযুদ্ধ
রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর