মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির লাগাতার সংঘর্ষ চলছে। আরাকান আর্মি কিছু কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায়ও সক্ষম হয়েছে। রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় বেশ কিছু সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পও দখল করেছে আরাকান আর্মি। রাখাইনজুড়ে চলমান সংঘর্ষ থেকে নিজেদের রক্ষা করতে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। মিয়ানমারের রাখাইনে গোলাগুলি ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় বাংলাদেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। দিনের বেলায় নাফ নদে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। দিনে বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছে না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদ পাড়ি দেওয়ার অপেক্ষা করছে তারা। নাফ নদের ওপারে মিয়ানমারের শিলখালী ও বলিবাজার এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। এতে ওই এলাকায় থাকা রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিজিবি ও কোস্টগার্ড, নাফ নদে অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই চার-পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। একই সময় টেকনাফ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ১০ জন রোহিঙ্গাকে আটক করে আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। গত সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী ২৩ রোহিঙ্গার মধ্যে ১২ জনকে তিন দিন রিমান্ডের আদেশ দিয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার ঘুমধুম তুমব্রু সীমান্তবর্তী এলাকা থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র নিরাপদ এলাকয় সরিয়ে আনা হয়েছে। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষে রোহিঙ্গারা বিপাকে পড়েছে। আরাকান রোহিঙ্গাদের দেখছে বাঁকা চোখে দেখছে উভয় পক্ষ। বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ইতোমধ্যে বিপাকে পড়েছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্সের বিকল্প নেই।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ