দেশে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায়শই ঘটছে। অপরাধীরা মুক্তিপণ না দিলে অপহৃতকে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে স্বজনদের কাছে বার্তা পাঠাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার জন্য অস্বস্তি ডেকে আনছে অপহরণকারীরা। কক্সবাজারের টেকনাফে পান বরজে কাজ করার সময় এক স্কুলছাত্রকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা। বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পান বরজে কাজ করার সময় অপহরণের শিকার হয় আবদুল আমিন নামের ওই কিশোর। সোমবার সকালে মা-বাবা, ভাই-বোনসহ আবদুল আমিন পান বরজে কাজ করতে যায়। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে অপহৃতকে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায়। এখন পর্যন্ত সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি। ঢাকার কেরানীগঞ্জে অপহরণকারীদের চিনে ফেলায় অপহৃত শিশু শিক্ষার্থী তাওহিদকে হত্যা করেছে অপহরণকারী। শিশুটিকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। মুক্তিপণ আদায় ও শিশুর হত্যাকারী মকবুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ২ লাখ ৯০ হাজার টাকা। নিহতের পরিবার এবং অপহরণকারী একই এলাকার বাসিন্দা। কিছুদিন আগে রাজমিস্ত্রি হিসেবে কাজ করার সময় তাওহিদের পরিবারের সঙ্গে পরিচয় হয়। তাওহিদের বাবা একজন প্রবাসী। মুক্তিপণ হিসেবে অর্থ আদায়ের লোভে ঘটে অপহরণের ঘটনা। অপহৃতের মায়ের কাছে মোবাইল ফোনে বলা হয়, মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা না দিলে তাওহিদকে হত্যা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালেও ঘটবে একই পরিণাম। অপহৃত শিশুর পরিবার এ বিষয়টি র্যাবকে জানালে তাদের পরামর্শে অপহরণকারীর নির্দেশনা মোতাবেক টাকা দেওয়া হয়। র্যাব মকবুলকে টাকাসহ গ্রেফতার করেছে। অপহৃত শিশুটির লাশ উদ্ধার করা হয় সেপটিক ট্যাংক থেকে। অপহরণের ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজাও নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল