রোহিঙ্গারা বাংলাদেশের ঘাড়ে বোঝা হিসেবে চেপে আছে কয়েক বছর ধরে। কক্সবাজার জেলার পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে ১২ লাখ শরণার্থীর কারণে। এদের জন্য বিলীন হয়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। নষ্ট হচ্ছে বনভূমি। রোহিঙ্গাদের স্বদেশ নানা অজুহাতে অন্তরায় সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো। প্রত্যাবর্তনে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধাবস্থা চলায় তাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে শুরু হয়েছে প্রতারণার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক বনে যাওয়ার প্রচারণা। মাত্র ৩০ হাজার টাকায় বাংলাদেশি হওয়ার ফাঁদ পাতা হয়েছে ফেসবুক, হোয়াটসআপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজে। কক্সবাজারের বাইরে অন্য জেলার ইউনিয়ন এবং পৌরসভার জন্মনিবন্ধনের সঙ্গে জড়িতদের মাধ্যমে করানো হচ্ছে জাতীয় পরিচয়পত্র। সম্প্রতি এমন তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) এডিসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত থাকার প্রমাণসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অপরাধীরা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সচিবের নির্দিষ্ট আইডি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। সোমবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) জানান, গ্রেফতার আবদুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নম্বর রানীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং নম্বর দিয়ে আসছিল তারা। রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করার প্রক্রিয়া উদ্বেগজনক। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার