রোহিঙ্গারা বাংলাদেশের ঘাড়ে বোঝা হিসেবে চেপে আছে কয়েক বছর ধরে। কক্সবাজার জেলার পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে ১২ লাখ শরণার্থীর কারণে। এদের জন্য বিলীন হয়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। নষ্ট হচ্ছে বনভূমি। রোহিঙ্গাদের স্বদেশ নানা অজুহাতে অন্তরায় সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো। প্রত্যাবর্তনে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধাবস্থা চলায় তাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে শুরু হয়েছে প্রতারণার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক বনে যাওয়ার প্রচারণা। মাত্র ৩০ হাজার টাকায় বাংলাদেশি হওয়ার ফাঁদ পাতা হয়েছে ফেসবুক, হোয়াটসআপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজে। কক্সবাজারের বাইরে অন্য জেলার ইউনিয়ন এবং পৌরসভার জন্মনিবন্ধনের সঙ্গে জড়িতদের মাধ্যমে করানো হচ্ছে জাতীয় পরিচয়পত্র। সম্প্রতি এমন তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) এডিসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত থাকার প্রমাণসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অপরাধীরা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সচিবের নির্দিষ্ট আইডি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। সোমবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) জানান, গ্রেফতার আবদুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নম্বর রানীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং নম্বর দিয়ে আসছিল তারা। রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করার প্রক্রিয়া উদ্বেগজনক। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ভুয়া জন্মনিবন্ধনে নাগরিকত্ব
জালিয়াতদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর