রোহিঙ্গারা বাংলাদেশের ঘাড়ে বোঝা হিসেবে চেপে আছে কয়েক বছর ধরে। কক্সবাজার জেলার পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে ১২ লাখ শরণার্থীর কারণে। এদের জন্য বিলীন হয়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। নষ্ট হচ্ছে বনভূমি। রোহিঙ্গাদের স্বদেশ নানা অজুহাতে অন্তরায় সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো। প্রত্যাবর্তনে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধাবস্থা চলায় তাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে শুরু হয়েছে প্রতারণার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক বনে যাওয়ার প্রচারণা। মাত্র ৩০ হাজার টাকায় বাংলাদেশি হওয়ার ফাঁদ পাতা হয়েছে ফেসবুক, হোয়াটসআপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজে। কক্সবাজারের বাইরে অন্য জেলার ইউনিয়ন এবং পৌরসভার জন্মনিবন্ধনের সঙ্গে জড়িতদের মাধ্যমে করানো হচ্ছে জাতীয় পরিচয়পত্র। সম্প্রতি এমন তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) এডিসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত থাকার প্রমাণসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অপরাধীরা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সচিবের নির্দিষ্ট আইডি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। সোমবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) জানান, গ্রেফতার আবদুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নম্বর রানীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং নম্বর দিয়ে আসছিল তারা। রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করার প্রক্রিয়া উদ্বেগজনক। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
শিরোনাম
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী