রোহিঙ্গারা বাংলাদেশের ঘাড়ে বোঝা হিসেবে চেপে আছে কয়েক বছর ধরে। কক্সবাজার জেলার পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে ১২ লাখ শরণার্থীর কারণে। এদের জন্য বিলীন হয়েছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। নষ্ট হচ্ছে বনভূমি। রোহিঙ্গাদের স্বদেশ নানা অজুহাতে অন্তরায় সৃষ্টি করেছে পশ্চিমা দেশগুলো। প্রত্যাবর্তনে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধাবস্থা চলায় তাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে শুরু হয়েছে প্রতারণার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক বনে যাওয়ার প্রচারণা। মাত্র ৩০ হাজার টাকায় বাংলাদেশি হওয়ার ফাঁদ পাতা হয়েছে ফেসবুক, হোয়াটসআপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পেজে। কক্সবাজারের বাইরে অন্য জেলার ইউনিয়ন এবং পৌরসভার জন্মনিবন্ধনের সঙ্গে জড়িতদের মাধ্যমে করানো হচ্ছে জাতীয় পরিচয়পত্র। সম্প্রতি এমন তথ্য পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) এডিসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে যুক্ত থাকার প্রমাণসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অপরাধীরা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ সচিবের নির্দিষ্ট আইডি ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। সোমবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) জানান, গ্রেফতার আবদুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নম্বর রানীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং নম্বর দিয়ে আসছিল তারা। রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করার প্রক্রিয়া উদ্বেগজনক। আমরা আশা করব এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ