রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত ২৯ ফেব্রুয়ারির অগ্নিকাণ্ডে মারা যান শিশু নারীসহ প্রায় অর্ধশত মানুষ। আহতের সংখ্যাও কম নয়। ভবনটি ছিল রেস্টুরেন্টে ঠাসা। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বাণিজ্যিক ভবনে মৃত্যুঝুঁকির বিষয়টি সামনে আসে। ভবনটিতে ছিল না কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সাফাই গেয়েছিল, ভবনটিতে রেস্তোরাঁ বা পণ্য বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, রাজধানী ঢাকার অধিকাংশ ভবন তৈরি হয়েছে রাজউক ও ফায়ার সার্ভিসের নিয়মনীতি পুরোপুরি না মেনে। এসব ভবনে অগ্নিসংকেতের ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত পানি ও আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা। থাকে না পর্যাপ্ত সিঁড়ি। আবার অনেক সিঁড়ি উন্মুক্ত নয়। বাণিজ্যিক জননিরাপত্তার দিকে ভবন মালিকদের কোনো গরজ নেই। সব মিলিয়ে ঢাকার বহুতল বাণিজ্যিক ভবন বিশেষত রেস্টুরেন্টগুলো অগ্নিঝুঁকিতে রয়েছে এবং এগুলো যেন এক একটা মৃত্যুফাঁদ। ভবন মালিকরা লাভের স্বার্থে ছাদও ভাড়া দিয়ে দেন। যেগুলোর অধিকাংশই রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে ছাদে যে আশ্রয় নেবে সেই সুযোগও থাকে না। গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের পর সাঁড়াশি অভিযানে নামে রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ কয়েকটি সংস্থা। সে অভিযানে শতাধিক রেস্টুরেন্ট বন্ধ হলেও কিছুদিন পর তা থমকে যায়। বেইলি রোডের অগ্নিকাণ্ডের দুই মাস যেতে না যেতেই সেই পুরনো রূপে ফিরেছে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবনগুলো। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলেও প্রায় প্রতিটি রেস্টুরেন্টে চিরচেনা ভিড় ফিরে এসেছে। অভিযোগ উঠেছে রাজউক, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনসহ সব কর্তৃপক্ষের নাকের ডগায় রাজধানীতে গড়ে উঠেছে ‘টাইমবোমা’র সঙ্গে তুলনীয় বিপজ্জনক অসংখ্য রেস্টুরেন্ট। বেইলি রোড ট্র্যাজেডির পর সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় হয়েছিল অনেকটা আই ওয়াশের মতো। আরেকটি ট্র্যাজেডি না চাইলে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর