মালয়েশিয়ার ভিসা পেয়েও বিমানের টিকিট না পেয়ে যারা যেতে পারেননি তাদের সমস্যার সমাধানে সরকার সবকিছু করার আশ্বাস দিয়েছে। এসব কর্মীর সবাই লাখ লাখ টাকা খরচ করেছেন ভিসা ও বিমানের টিকিট পাওয়ার জন্য। এমনকি দুই তিনগুণ বাড়তি ভাড়াও দিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোকে সময়মতো বিমানের টিকিট পাওয়ার জন্য। সরকারেরও নজর ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া যাতে কোনোভাবে বিঘিœত না হয়। বাংলাদেশের কর্মীদের জন্য চার বছর বন্ধ ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের নানামুখী চেষ্টায় সে বাজার আবার উন্মোচিত হয়। ৫ লাখেরও বেশি কর্মী নিতে আগ্রহ দেখায় মালয়েশিয়া। শুরু হয় ভিসা পাওয়ার প্রক্রিয়া। সময়মতো ভিসাপ্রাপ্তরা যাতে মালয়েশিয়ায় যেতে পারেন সে জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর ভাষ্য, রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রার সঙ্গে কথা বলে কাদের ভিসা হয়েছে আর কাদের হয়নি সে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বায়রা সে তালিকা দিতে পারেনি। পরে কর্মী পাঠানোর জন্য ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। মালয়েশিয়া সরকারকেও সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। সে চিঠির উত্তর এখনো আসেনি। এ সমস্যা সমাধানে হাইকমিশন ও মন্ত্রণালয় কাজ করছে। যারা হয়রানি করেছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত। গত বছর সেখানে গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ কর্মী। যে ৫ লাখেরও বেশি কর্মী ভিসা পেয়েছেন তাদের মধ্যে অনেক কর্মী যেতে পারেননি বিমানের ফ্লাইটের অভাবে। ইতোমধ্যে দুঃখ-ক্ষোভে যেতে না পারা একজন কর্মী আত্মহত্যার চেষ্টায় মেঘনা রেলসেতু অতিক্রমের সময় ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। যা সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা আশা করব, ভিসা না পাওয়া কর্মীদের মালয়েশিয়া যাওয়ার মেয়াদ বাড়াতে প্রয়োজনে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করা হবে। পাশাপাশি মালয়েশিয়াকান্ডের দায় কাদের ওপর বর্তায় তা নির্ধারণ করে সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
মালয়েশিয়াকাণ্ড
হতভাগ্য কর্মীদের সমস্যার সুরাহা করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর