যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণ হয়েছে এক নির্বাচনি সমাবেশে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যা ৬টায় পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে যে গুলিটি ছোড়া হয় তা তার ডান কানের ওপরের অংশ ভেদ করে চলে যায়। অলৌকিকভাবে বেঁচে যান তিনি। একটু এদিক-সেদিক হলেই ঘটে যেতে পারত মহাবিপর্যয়। ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলেন। তবে তার আগেই কানে হাত চাপা দিয়ে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। প্রায় মিনিটখানেক পর তিনি উঠে দাঁড়ান। এ সময় ‘ফাইট ফাইট ফাইট’ ধ্বনি তুলে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমেরিকাকে আবারও মহান করে তুলুন।’ হামলার পরপরই দ্রুত গাড়িতে করে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা। গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হওয়ায় বেশ রক্তপাত হলেও আঘাত গুরুতর নয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, এটা অবিশ্বাস্য, দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। নির্বাচনি প্রচারে অংশ নেওয়া যে সমর্থক গুলিতে নিহত হয়েছেন, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। হামলার পরপরই ফোন করে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন। পরে এক বিবৃতিতে বাইডেন বলেন, আমেরিকাতে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। স্বভাবতই, ট্রাম্পকে হত্যার চেষ্টা তার জনপ্রিয়তাকে আরও তুঙ্গে তুলবে এমনটিই মনে করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের পক্ষ থেকে কাপুরোষিত ঘটনার নিন্দা জানানো হয়েছে। খোদ যুক্তরাষ্ট্রে মার্কিন নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ট্রাম্প এবং তার দলও এ জনজিজ্ঞাসার দায় এড়াতে পারেন না। কারণ তারা নাগরিকদের বন্দুক রাখার ক্ষেত্রে কোনো ধরনের বাদ সাধার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের বিরুদ্ধে যে ঐকমত্য গড়ে উঠেছে তা আমাদের জন্যও শিক্ষণীয়।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন