নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। প্রতিটি পণ্যের দাম আকাশ ছুঁতে চলেছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে সবজির দাম কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায়। অকালবন্যা, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলে সবজির খেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে স্পুটনিক গতিতে। চালের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুতেই থামছে না। হঠাৎ করেই ডিমের দাম লাগামছাড়া। ব্রয়লার মুরগির দাম বেড়েছে এক মাসের ব্যবধানে কেজি প্রতি ৫০-৬০ টাকা। মাছের গায়ে হাত দেওয়া দায়। সরকারি হিসাবে ইলিশ উৎপাদন শনৈ শনৈ বাড়ার কথা বলা হলেও এবার তা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ হতে চলেছে আকাশছোঁয়া দামের কারণে। খুব স্পষ্টভাবে বলা যায়, জুলাই বিপ্লবে ছাত্রসমাজের সঙ্গে দেশের সর্বস্তরের মানুষ একাত্ম হয়েছিল যেসব কারণে তার মধ্যে নিত্যপণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার বিষয়টি ছিল প্রধান। ৫ আগস্টের পর প্রতিটি পণ্যের দাম কমায় সাধারণ মানুষ এটিকে জুলাই বিপ্লবের আশীর্বাদ বলেই ভেবেছিল। কিন্তু রাজনৈতিকভাবে পতিত স্বৈরাচারের পতন হলেও তাদের সহযোগীরা প্রশাসনের সর্বস্তরে বহাল তবিয়তে আছে বলে সাধারণ মানুষের অভিযোগ। তাদের সঙ্গে বাজার সিন্ডিকেটের যোগসাজশ থাকায় দ্রব্যমূল্য কমার ধারা এখন গল্পকাহিনির ভূতের মতো উল্টোপথে হাঁটছে। বাজার সিন্ডিকেটের কারণে ডিমের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে সারা দেশে। দেশে ডিমের সংকট থাকলে কিংবা চাহিদার তুলনায় উৎপাদন কম হলে দাম বাড়তেই পারে। কিন্তু ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত চাউর হওয়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমার পেছনে সিন্ডিকেটের কালো হাতের সম্পর্ক যে জড়িত তা স্পষ্ট। চিনি, আলু, পিঁয়াজের আমদানি শুল্ক কমানোর পরও দাম কমেনি। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা না থাকা যে কোনো সরকারের জনপ্রিয়তায় ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তাই তাদের প্রধান শক্তি এবং তা বজায় রাখতে বাজার সিন্ডিকেট ভাঙতে কড়া হতে হবে। পরিবহন চাঁদাবাজি যাতে নতুন পরিচয়ে ফিরে না আসে সেজন্য বাড়াতে হবে নজরদারি। বাজার মনিটরিংয়ে সক্রিয় হতে হবে সংস্কার প্রক্রিয়া জিইয়ে রাখার স্বার্থেই।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
নিত্যপণ্যে আগুন
বাজার সিন্ডিকেট ভাঙতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর