‘পুলিশ জনগণের বন্ধু’ এই ছিল যে বাহিনীর গর্বের পরিচয়, তারা তা খুইয়েছে। ইমেজ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থানে অপরাধী হিসেবে অভিযুক্ত ও নিগৃহীত হচ্ছেন সদস্যরা। ফলে আতঙ্ক কাটেনি, বেড়েছে হতাশা। থানার মধ্যেই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন। শৃঙ্খলা ভেঙে গেছে। সিনিয়র-জুনিয়র, পারিবারিক-রাজনৈতিক পরিচয় নিয়ে ঘোট পাকানো হচ্ছে। এমনই এক হযবরল অবস্থার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এসব বর্ণিত হয়েছে গতকাল বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ সংবাদে। নিঃসন্দেহে এটা তাদেরই অর্জন, কৃতকর্মের ফল। কিন্তু দৃঢ়তার সঙ্গেই বলা যায়, এর জন্য এ বিশাল বাহিনী দায়ী নয়। পুলিশের ভাবমূর্তি ধূলিসাৎ হওয়ার দায় রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রশাসনের। ছাত্র-জনতার জুলাই-বিপ্লবে বিতর্কিত ভূমিকা পুলিশকে ভিলেনে পরিণত করেছে। নৈতিক দৃঢ়তা ভেঙে দিয়েছে। বিগত সরকারের শীর্ষ নেতৃত্বের হুকুমে, কিছু অতিতৎপর কর্মকর্তার নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এর জন্য গোটা বাহিনীকে দোষারোপ করা কতটা যৌক্তিক? রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া, মদত ও যোগসাজশে বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন হাজারটা অপকর্ম, গুম-খুন, ঘুষ-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, গ্রেপ্তার-বাণিজ্য করে সহস্র কোটি টাকার সম্পদ করেছেন- সংক্রামক রোগের মতো তার ধারা ছড়িয়ে পড়েছে বাহিনীর সব স্তরেই। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত আকণ্ঠ ডুবে গিয়েছিল অপরাধ-দুর্নীতিতে। এসব দেখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু সেই ভূত তাড়ানোর শর্ষেতেই ছিল ভূত। যথাযথ নজরদারি, তদারকি এবং জবাবদিহির চর্চা থাকলে পুলিশের এতটা পচে যাওয়ার প্রশ্ন উঠত না। অসম্মান-অমর্যাদার এ গ্লানি থেকে মুক্ত হতে হবে পুলিশ বাহিনীকে। ১৮ কোটি মানুষের দেশে আড়াই লাখেরও কম পুলিশ সদস্য দিয়ে ‘শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ রক্ষা সহজ নয়। তার ওপর সেই পুলিশই যদি মাথা তুলে দাঁড়াতে না পারে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সব অংশীজনকেই জোরালো ভূমিকা নিতে হবে। পুলিশে যেমন দুষ্টের দমন ও শিষ্টের স্বীকৃতি জারি করতে হবে, জনগণকেও বুঝতে হবে- পুলিশকে অবহেলা-উপেক্ষা কখনই কল্যাণ বয়ে আনবে না। তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা নাগরিকের অবশ্যকর্তব্য। না হলে সামাজিক শৃঙ্খলা এবং জননিরাপত্তাই বিপন্ন হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ