‘পুলিশ জনগণের বন্ধু’ এই ছিল যে বাহিনীর গর্বের পরিচয়, তারা তা খুইয়েছে। ইমেজ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থানে অপরাধী হিসেবে অভিযুক্ত ও নিগৃহীত হচ্ছেন সদস্যরা। ফলে আতঙ্ক কাটেনি, বেড়েছে হতাশা। থানার মধ্যেই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন। শৃঙ্খলা ভেঙে গেছে। সিনিয়র-জুনিয়র, পারিবারিক-রাজনৈতিক পরিচয় নিয়ে ঘোট পাকানো হচ্ছে। এমনই এক হযবরল অবস্থার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। এসব বর্ণিত হয়েছে গতকাল বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ সংবাদে। নিঃসন্দেহে এটা তাদেরই অর্জন, কৃতকর্মের ফল। কিন্তু দৃঢ়তার সঙ্গেই বলা যায়, এর জন্য এ বিশাল বাহিনী দায়ী নয়। পুলিশের ভাবমূর্তি ধূলিসাৎ হওয়ার দায় রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রশাসনের। ছাত্র-জনতার জুলাই-বিপ্লবে বিতর্কিত ভূমিকা পুলিশকে ভিলেনে পরিণত করেছে। নৈতিক দৃঢ়তা ভেঙে দিয়েছে। বিগত সরকারের শীর্ষ নেতৃত্বের হুকুমে, কিছু অতিতৎপর কর্মকর্তার নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এর জন্য গোটা বাহিনীকে দোষারোপ করা কতটা যৌক্তিক? রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়া, মদত ও যোগসাজশে বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন হাজারটা অপকর্ম, গুম-খুন, ঘুষ-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, গ্রেপ্তার-বাণিজ্য করে সহস্র কোটি টাকার সম্পদ করেছেন- সংক্রামক রোগের মতো তার ধারা ছড়িয়ে পড়েছে বাহিনীর সব স্তরেই। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত আকণ্ঠ ডুবে গিয়েছিল অপরাধ-দুর্নীতিতে। এসব দেখার দায়িত্ব প্রশাসনের। কিন্তু সেই ভূত তাড়ানোর শর্ষেতেই ছিল ভূত। যথাযথ নজরদারি, তদারকি এবং জবাবদিহির চর্চা থাকলে পুলিশের এতটা পচে যাওয়ার প্রশ্ন উঠত না। অসম্মান-অমর্যাদার এ গ্লানি থেকে মুক্ত হতে হবে পুলিশ বাহিনীকে। ১৮ কোটি মানুষের দেশে আড়াই লাখেরও কম পুলিশ সদস্য দিয়ে ‘শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ রক্ষা সহজ নয়। তার ওপর সেই পুলিশই যদি মাথা তুলে দাঁড়াতে না পারে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সব অংশীজনকেই জোরালো ভূমিকা নিতে হবে। পুলিশে যেমন দুষ্টের দমন ও শিষ্টের স্বীকৃতি জারি করতে হবে, জনগণকেও বুঝতে হবে- পুলিশকে অবহেলা-উপেক্ষা কখনই কল্যাণ বয়ে আনবে না। তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা নাগরিকের অবশ্যকর্তব্য। না হলে সামাজিক শৃঙ্খলা এবং জননিরাপত্তাই বিপন্ন হবে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার