আবাসন দেশের কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত। চরম মন্দাবস্থার শিকার এখন এ খাতটি। বিনিয়োগ ও কর্মসংস্থানে শীর্ষ অবস্থানে থাকা সত্ত্বেও আবাসন খাত অর্থনৈতিক মন্দার কারণে ক্রান্তিলগ্ন পার করছে। আগস্ট গণ অভ্যুত্থানের আগে থেকেই এ খাতে বিরাজ করছিল সংকটজনক পরিস্থিতি। ৫ আগস্টে দীর্ঘ পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর সংকট কমার বদলে বেড়েছে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দা দেখা দেওয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আবাসন খাতজুড়ে। আবাসন খাতের সঙ্গে সরাসরি জড়িত কয়েক লাখ শ্রমিক। দেড় লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগের এই খাতটি ২০২৩ অর্থবছরেও দেশের জিডিপিতে প্রায় ৮ শতাংশ অবদান রেখেছে। ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী আবাসন খাত অর্থনৈতিক মন্দার শিকার হয়ে ধুঁকে ধুঁকে চলছে। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে বছরে অন্তত এক লাখ নতুন ফ্ল্যাটের চাহিদা রয়েছে এবং আবাসন খাতেরও সক্ষমতা রয়েছে তা পূরণের। তবে ব্যবসা মন্দার কারণে উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ ফ্ল্যাটের চাহিদা পূরণ করতে পারছেন। এর পেছনে মূল কারণ ক্রেতাদের সক্ষমতা নেই। উচ্চ সুদের জন্য সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে নতুন ফ্ল্যাট কেনার সক্ষমতা। মানসম্পন্ন ফ্ল্যাট বলতে গেলে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। ভালো জায়গায় বাসযোগ্য একটি ফ্ল্যাটের দামও এখন ন্যূনতম দেড় কোটি টাকা। এরকম একটি ফ্ল্যাটের জন্য কেউ ব্যাংকঋণ নিলেও তাঁকে অন্তত ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এ জন্য মাসে ন্যূনতম এক লাখ টাকার বেশি আয় থাকাও জরুরি। এটিও ফ্ল্যাট বিক্রিতে সংকট সৃষ্টি করছে। মানুষের মৌলিক চাহিদা আবাসন খাতে এখন হচ্ছে না নতুন বিনিয়োগ। অনেক কোম্পানি পরিচালন খরচ মেটাতে লাভ না করেই প্লট-ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। কর্মীদের ঠিকমতো বেতন দিতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। আবাসন মানুষের একটি মৌলিক অধিকার। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেহেতু অর্ধকোটিরও বেশি মানুষের জীবনজীবিকা জড়িত, সেহেতু মন্দা কাটাতে সহজ শর্তে ঋণ ও অন্যান্য নীতিগত সহায়তা নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
আবাসন খাতে মন্দা
সংকট উত্তরণে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর