গ্যাসসংকটে ত্রিশঙ্কু অবস্থায় লাখ লাখ মানুষ। গ্যাসের অভাবে বাসাবাড়ির চুলা জ্বলছে না। স্তব্ধ হয়ে পড়ছে কলকারখানার চাকা। যানবাহন চলাচলের গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাসের অভাবে সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। গ্রীষ্ম মৌসুমে সরকার বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহে প্রাধান্য দেওয়ায় আবাসিক ও শিল্পে সংকট বৃদ্ধি পেয়েছে। গ্যাসের জন্য সর্বোচ্চ দাম দিয়েও তারা গ্যাস পাচ্ছেন না। উৎপাদন এতই কমছে, সামনে কারখানা চালু রাখা যাবে কি না, আশঙ্কা আছে। এরই মধ্যে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় দেনার দায়ে জর্জরিত শিল্পমালিকদের অনেকে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এতে থমকে যাচ্ছে শিল্প বিনিয়োগ, কমছে রপ্তানি আয়ও। চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও নরসিংদীর শিল্প-কারখানাগুলোতে চাহিদামতো গ্যাস না পেয়ে উৎপাদন অর্ধেকে নেমেছে। অনেক শিল্প এলাকায় মালিকদের নিজস্ব গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকলেও গ্যাসসংকটে তা আর কাজে আসছে না। শিল্পমালিকদের ক্ষোভ গ্যাসের চাপ তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। এ দিয়ে উৎপাদন ধরে রাখা কষ্টের। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎ খাতে সর্বাধিক ৪৩ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়। শিল্প খাতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ১৮ শতাংশ। আবাসিকে সরবরাহ ১১ শতাংশ। এর বাইরে আছে সিএনজি, ক্যাপটিভ ও অন্যান্য খাতে ব্যবহৃত গ্যাস। গ্রীষ্মে লোডশেডিং এড়াতে সরকার বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক গ্যাস সরবরাহ করায় অন্যান্য খাতে সরবরাহ কমিয়ে আনতে হয়েছে। জনক্ষোভ থেকে রক্ষায় এ ব্যবস্থা নেওয়ায় তা দেশের শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব রাখছে। বা রান্নার কাজে গ্যাস না পেয়ে হা-হুতাশ বেড়েছে প্রায় প্রতিটি পরিবারে। গ্যাসসংকট নিরসনে উৎপাদন বাড়ানো এবং তা না হওয়া পর্যন্ত আমদানির বিকল্প নেই। সরকারকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
শিরোনাম
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
- আরাকান আর্মির বন্দিদশা থেকে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
- গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
- নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০
- সচিবালয়ে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি ইতিহাস
- কাশ্মীর ইস্যু: প্রতিশোধ নিতে সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
- শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
- ২০ দিন পর আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলেন মুফিজুর রহমান
- যশোরে গৃহবধূ হত্যায় স্বামী ও সৎ ছেলে গ্রেফতার
গ্যাসসংকট
উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর