বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থার বরাদ্দ বাড়ার বদলে ক্রমান্বয়ে কমছে। অথচ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে হু হু করে। ইতোমধ্যে বিদেশি সংস্থাগুলোর বরাদ্দ ৭০ শতাংশ কমায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেবাদানকারী বিভিন্ন সংস্থা অস্তিত্বের সংকটে ভুগছে। প্রতিদিন চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যাই বেশি। চাকরি হারিয়ে নানা ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে তারা। এতে ক্যাম্প ঘিরে দেখা দিয়েছে নিরাপত্তাসংকট। পুরুষদের পাশাপাশি নারীরাও চাকরি হারিয়ে জীবনযুদ্ধে টিকে থাকতে জড়িয়ে পড়ছেন অপরাধ চক্রে। এতে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এমনিতেই রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল অবস্থা বিরাজমান শুরু থেকে। প্রতিনিয়ত খুন, গ্রুপিং ও মারামারির মতো ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাসংকটে পড়ছেন ক্যাম্পে প্রকল্প নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরাও। বর্তমানে কক্সবাজার ও টেকনাফ ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। চাকরি হারিয়ে এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারী রোহিঙ্গারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তহবিলসংকট চলতে থাকে; তবে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছিল জাতিসংঘ তথা যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চাপে। দেশের অভ্যন্তরে পরগাছা শ্রেণি হিসেবে চিহ্নিত একটি মহলের চাপও ছিল সরকারের ওপর। অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে বিগত সরকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয়, তার খেসারত এখন পুরো জাতিকে দিতে হচ্ছে। আশ্রয়দাতা বাংলাদেশের পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা। এদের একাংশ মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র আনার ব্যবসায় জড়িত। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমারের সঙ্গে বিগত সরকারের সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি পশ্চিমা দেশগুলোর বাধার কারণে। রোহিঙ্গাদের জন্য বিদেশি বরাদ্দ নয়, আমরা দাবি করব এ বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেওয়া হোক। রোহিঙ্গাদের নিয়ে ভূরাজনীতির ঘুঁটি খেলার অবসানও কাম্য।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
রোহিঙ্গা সমস্যা
বাংলাদেশকে রেহাই দেওয়া হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর