চাল নিয়ে চলছে সীমাহীন প্রতারণা এবং এর শিকার হচ্ছে লাখ লাখ মানুষ। প্রতারকদের কারণে দেশে উৎপাদিত চালের এক বড় অংশ অপচয় হচ্ছে। ভোক্তারা বেশি দাম নিয়ে চাল কিনতে বাধ্য হচ্ছেন। দেশে নাজিরশাইল নামের কোনো ধান নেই। তারপরও এ নামে বাজারে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। একেক দোকানে একেক নামের ও নানা দামের নাজিরশাইলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সর্বনিম্ন ৬২ থেকে ৯৭ টাকায় বিভিন্ন বাজার ও সুপার শপে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। অর্ধসেদ্ধ ধান উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে স্বয়ংক্রিয় মেশিনে চাল কেটে ও পলিশ করে বিভিন্ন নাম দেওয়া হয়। স্থান-কাল-পাত্রভেদে একই চাল ভিন্ন নামে ক্রেতার চাহিদা অনুযায়ী বস্তাবন্দি হচ্ছে চালকলগুলোয়। ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছেন অসৎ আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা। কৃষি বিশেষজ্ঞদের মতে, ‘নাজিরশাইল নামে কোনো জাতের ধান না থাকলেও বাংলাদেশে একসময় শাইল জাতের ধান উৎপাদন হতো, যা বিলুপ্তির পথে। আমন মৌসুমে এ ধানের আবাদ হতো। সেই শাইল ধানের উৎপাদন না থাকলেও আমন মৌসুমে উৎপাদিত বিভিন্ন জাতের ব্রি ধানকে নাজিরশাইল নামে বাজারে ছাড়ছেন মিলমালিকরা।’ নাজিরশাইলের মতো মিনিকেট বলেও ধানের কোনো জাত নেই। পুষ্টিবিজ্ঞানীদের অভিমত, চাল চিকন করার প্রক্রিয়ায় এর খাদ্যমান নষ্ট হয়। নাজিরশাইল, মিনিকেট ইত্যাদি ব্র্যান্ড নামের চাল তৈরিতে লাখ লাখ মণ চালের অপচয় হয়। দেশে চালের উৎপাদন বিপুলভাবে বৃদ্ধির পরও চাল আমদানি হচ্ছে অপচয়ের ফলে সৃষ্ট ঘাটতি পূরণের জন্যে। বিগত সরকারের আমলে চাল কেটে ও পালিশ করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। যে নামের ধান নেই সেই নামের চাল বিক্রির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হলেও মিলমালিকদের উৎকোচের কাছে হুঁশিয়ারদানকারীরা খুশি মনেই আত্মসমর্পণ করেন। অভিজ্ঞজনদের মতে, চাল নিয়ে যে চালবাজি চলছে তা বন্ধ করা সম্ভব হলে বিদেশ থেকে আমদানি এড়ানো যাবে। ভোক্তারা কম দামে চাল কেনার সুযোগ পাবেন। অন্যদিকে পুষ্টিহীনতার ঝুঁকি থেকে রক্ষা পাবে দেশের মানুষ।
শিরোনাম
- মৎস্য খাতের অবদানে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা
- কামড় দেওয়া আপেল লোগোর পেছনের রহস্য উন্মোচন
- সিএমপি কমিশনারের দেখামাত্র গুলির বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেপ্তার
- বিশ্বের প্রথম এআই করিডর চালু করল দুবাই বিমানবন্দর, থাকছে যে সুবিধা
- সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
- কক্সবাজার-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ
- পরীক্ষায় ফেল, তারপর ২৬ বছরের ঘরবন্দি জীবন: আলজেরিয়ার নাদিয়ার গল্প
- হোয়াইট হাউসের পথে জেলেনস্কি-ইউরোপীয় নেতারা
- পারিবারিক দ্বন্দ্বে ১২ বছর ধরে মর্গেই পড়ে আছে ব্রিটিশ ধনকুবেরের মরদেহ
- পুঁজিবাজার: সূচকের উত্থানে চলছে লেনদেন
- তরুণীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে স্বামীকে আইইডি বোমাসহ স্পিকার বক্স উপহার তরুণের
- সৌদিতে হজ কাউন্সিলর হলেন কামরুল ইসলাম
- স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম
- পাথর লুটে নেপথ্যে যারা
- সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১
- বিমানবন্দরে গ্রেফতার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩
- ১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়
- বসুন্ধরা কিংসের তাঁবুতে কিউবা
চাল নিয়ে চালবাজি
প্রতারকের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর