শরীয়তপুরের জাজিরায় শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াইয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে পুরো এলাকা। উপজেলার বিলাসপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষে সংঘর্ষও হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেকের হাতে বালতি ও মাথায় হেলমেট। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, দুই পক্ষই শক্তিশালী হাতবোমা বানানোর ব্যাপারে দক্ষ। প্রশ্ন উঠেছে এটি জানা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি কেন? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে বিশৃঙ্খলার বিস্তৃতি ঠেকাতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। স্মর্তব্য, চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানের পর দেশের সব স্থানীয় সরকার বাতিল হয়ে যায়। জাজিরায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদও শূন্য। আওয়ামী লীগের শীর্ষনেতাদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের এক বড় অংশ পলাতক। তারপরও শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষ আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার জন্য ডেকে আনছে অস্বস্তি। আমরা আশা করব, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষকে আইনের আওতায় আনতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নেবে। হাতবোমা বানানোর কারিগরদের পাকড়াওয়ে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
শরীয়তপুরে যুদ্ধক্ষেত্র
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর