মব বা উচ্ছৃঙ্খল জনতার হাতে কখনোই জাস্টিস বা সুবিচার হতে পারে না। উচ্ছৃঙ্খল জনতার বিচার মানে মূলত আইন হাতে তুলে নিয়ে বিচারের নামে অবিচার। যা রীতিমতো অন্যায় এবং দেশের প্রচলিত আইনের চরম লঙ্ঘন। কারণ, এর মাধ্যমে লঘু পাপে গুরুদণ্ড হয়ে যেতে পারে। ব্যক্তিগত শত্রুতার প্রতিহিংসা চরিতার্থ করা হতে পারে। দলীয় স্বার্থসিদ্ধির মতলবে এমন কিছু করা হতে পারে, যা সমাজে সংকট সৃষ্টি করতে পারে। ঘোলা পানিতে মাছ ধরার জন্য এ ধরনের অপচেষ্টার অনেক নজির আছে। ইদানীং মব জাস্টিসের এমনই নৈরাজ্য সৃষ্টি হতে দেখা যায় যে ত্যক্তবিরক্ত মানুষ এবং একে ‘মব ফ্যাসিজম’ বা উচ্ছৃঙ্খলতার স্বৈরাচার বলতে শুরু করে। কারণ, এ অপপ্রবণতা বন্ধ করা যাচ্ছে না। গত আগস্টে স্বৈরাচারী সরকার পতনের পর এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে। কিছুদিন পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে আইন মানুষের হাতে তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। চোর, ডাকাত, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। অনেকেই হতাহত হন। এতে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। এ অরাজকতা এখনো বন্ধ হয়নি। প্রতিদিনই কোথাও না কোথাও মারামারি, হামলা, ভাঙচুর কিংবা হত্যার মতো দুর্বৃত্তায়নের স্বৈরাচার চলছে। প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের ঘরবাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও পর্যন্ত বাদ থাকছে না। কোনো সভ্য সমাজে এটা চলতে পারে না। এসব ঘটনায় কোথাও জড়ানো হচ্ছে জুলাই-বিপ্লবের অনেক নেতা বা সমন্বয়কদের নাম। এতে তাদের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা কাম্য নয়। জুলাইয়ের চেতনায় দাগ লাগতে পারে-এমন সব অপকর্ম, অপচেষ্টা শক্ত হাতে রুখে দিতে হবে সম্মিলিত প্রচেষ্টায়। ছাত্রজনতার গণ আন্দোলনে, সমাজে ন্যায্যতা, ন্যায়বিচার, সাম্য, সম্প্রীতি, সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে দেড় হাজার মানুষ। অসংখ্য মানুষ আহত হয়েছে, যাদের অনেকেই চিরতরে অন্ধ-পঙ্গু হয়ে গেছে। তাদের এ অমূল্য ত্যাগের দামে অর্জিত নতুন বাংলাদেশে মব জাস্টিস বা মব ফ্যাসিজমের জায়গা নেই। নির্মূল করতে হবে এ দুরাচার। তার জন্য সংশ্লিষ্ট সব বিভাগ এবং বাহিনী তাদের করণীয় নির্ধারণ ও তার বাস্তবায়নে দ্রুত সর্বোচ্চ সক্রিয় হবে আশা করি।
শিরোনাম
- নওগাঁয় ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুস
- দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে : মির্জা আব্বাস
- শাবিপ্রবিতে ‘ভয়েস ফর জাস্টিস’ শিক্ষাবৃত্তি চালু
- মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- রাজবাড়ীর নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভী
- কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
- বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক আমার দেখা সেরা ক্রিকেট সুবিধার একটি : রিচার্ড পাইবাস
- যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না মোদি
- নির্বাচন না হলে পাঁচ সংকটে পড়বে দেশ
- ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে
- নাইজারকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো
- কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ
- ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর
- মনে হচ্ছে ‘অন্ধকারতম’ চীনের কাছে ভারত-রাশিয়াকে হারিয়েছি : ট্রাম্প
- কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
- নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে
- নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী
- প্রকৃত সংস্কারের আগে মানসিক সংস্কার দরকার : গয়েশ্বর
মব ফ্যাসিজম
নির্মূল করতে হবে এ দুরাচার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর