গোয়ালাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ ফেরি করতে হয়, কিন্তু নিষিদ্ধ মাদকদ্রব্যের দোকানে ছুটে যায় ক্রেতা নিজেই। এ এক সুপ্রাচীন প্রবচন। যে প্রেক্ষাপটে এবং যে তিক্ত অভিজ্ঞতা থেকে এর প্রচলন হয়েছিল- সমাজে আজও তার তেমন পরিবর্তন হয়নি। শিক্ষাদীক্ষা, তথ্যপ্রযুক্তির আকাশছোঁয়া উৎকর্ষের বর্তমান সময়েও মানুষের কুপ্রবৃত্তির মৃত্যু ঘটেনি। সে সামান্য কাবুও হয়নি। বরং পাল্লা দিয়ে ষড়্রিপুর পুষ্টিচর্চা চলেছে সমাজের অন্ধকার গলি-ঘুঁজিতে। কারণ ওদিকেই নগদ প্রশান্তি এবং লাভের সম্ভাবনার হাতছানি। মানুষ খাদ্যদ্রব্যে, এমনকি শিশু-খাদ্যপণ্যে এমনও ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করছে-যা বিষের নামান্তর। জনগণের স্বাস্থ্যহানি, আয়ুক্ষয়ের কারণ ঘটাচ্ছে। এমন অপচর্চার এক ধারাবাহিকতাই বলব একে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চালু হয়েছে আজব এক বিনিময়প্রথা। মাদকের বিনিময়ে যাচ্ছে নিত্যপণ্য। কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন রুটে আসা ভয়ংকর মাদক ইয়াবা ও আইসের বিনিময়ে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে খাদ্য, ওষুধ, নির্মাণসামগ্রী, কৃষি উপকরণসহ বিবিধ পণ্য। তারই খবর বেরিয়েছে কাল বাংলাদেশ প্রতিদিনে। পরিবেশিত তথ্যে উঠে এসেছে-এ অবৈধ লেনদেনের মাধ্যমে মাদক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের এক বিশাল চোরাচালান চক্র পরিচালিত হচ্ছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। যে কোনো দেশের সীমান্তেই অপ্রচলিত বিনিময়প্রথা চালু হওয়া দেশের জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। ফলে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট সব বাহিনী, বিভাগ ও সংস্থার টনক নড়বে এবং তারা নিত্যপণ্যের বিনিময়ে মাদকের নামে বিষ কেনার এ আত্মঘাতী অপচর্চার সব পথ কঠোর প্রতিরোধে সিলগালা করে দেবে। এটাই তাদের কাজ। না হলে মাদকের প্রভাবে দেশে সংঘটিত সব সামাজিক অপরাধ, মূল্যবোধের অবক্ষয়-সমাজদূষণের সব ঘটনা-দুর্ঘটনার জন্য তারাই দোষী সাব্যস্ত হবেন। ব্যর্থতার দায় মাথা পেতে নিতে হবে তাদেরই। যা কাম্য নয়।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা
- কাঠালিয়ায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
- আরও একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ
- ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আরও তিন দেশে সুনামি সতর্কতা জারি
- নেত্রকোনায় জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলন