তীব্র তাপপ্রবাহে দেশের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের কবল থেকে রেহাই মিলছে না। লোডশেডিং জনজীবনকে আরও অসহনীয় করে তুলছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম সাধারণ মানুষকে বেশি ভোগাচ্ছে। বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতে হচ্ছে। গরমের তীব্রতা থেকে রক্ষায় অনেককে দেখা যাচ্ছে রাস্তার পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিতে। রাজধানীসহ শহরাঞ্চলেও কর্মজীবী মানুষের কষ্টের শেষ নেই। ঢাকাসহ দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে যখন মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বইছে তখন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে হানা দিয়েছে মৌসুমি ভাইরাস জ্বর। করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং ডেঙ্গুজ্বরের আতঙ্কও ছড়িয়ে পড়েছে জনমনে। দেশের হাসপাতালগুলো এখন জ্বরে আক্রান্ত রোগীতে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। অবস্থাপন্নদের পক্ষেও গাঁটের টাকা খরচ করে কেবিন দূরের কথা, সাধারণ বেডে ঠাঁই পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তুলনামূলকভাবে অনেক কম বিপজ্জনক হলেও জ্বরে আক্রান্তের পরিবার-পরিজন মাথা থেকে আতঙ্ক ঝেড়ে ফেলতে পারছেন না। বছরের এ সময়ে মৌসুমি জ্বরের প্রকোপ একটি সাংবাৎসরিক বিষয়। চিকিৎসকদের অভিমত, জ্বরে আক্রান্ত হলে আতঙ্কে না ভুগে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দুই-তিন দিন পর জ্বর এমনিতেই সেরে যাওয়ার কথা। ভ্যাপসা গরমের কারণে শরবত ও আইসক্রিম জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়েছে অনেকের মধ্যে। বিশেষ করে শ্রমজীবী মানুষ রাস্তাঘাটে বিক্রি হওয়া শরবত খেয়ে ডায়রিয়াসহ নানান পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্কদের জন্য ভ্যাপসা গরম ঝুঁকি সৃষ্টি করছে। বাংলাদেশ প্রকৃতিগতভাবেই গ্রীষ্মপ্রধান দেশ। জলবায়ুর পরিবর্তন বিশ্বজুড়েই তাপমাত্রা বৃদ্ধি করছে। মানুষের অস্তিত্বের জন্য ডেকে আনছে বিপদ। এ দুর্যোগ মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হবে। তাপপ্রবাহের এই দুঃসময়ে সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কেউ মৌসুমি জ্বর, করোনা, ডেঙ্গু বা ডায়রিয়ায় আক্রান্ত হলে আতঙ্কে ভোগা নয় বরং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
শিরোনাম
- জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষরোপণ
- কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- সিদ্ধিরগঞ্জে হসপিটালে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
- চট্টগ্রামের ৪৬৪১টি পুকুরের মধ্যে ২৩৯০টিই বেদখল
- গাইবান্ধায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জাসাসের প্রতিবাদী গণসঙ্গীত
- ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন
- জামায়াতে ইসলামী একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি : গোবিন্দ প্রামাণিক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
- মোংলায় যৌথ অভিযানে মাদকসহ চারজন আটক
- সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম
- নেত্রকোনায় জুলাই আন্দোলনের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- কুয়েতে ফল উৎসব
- কুষ্টিয়ায় শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- চাঁদপুর জুলাই শহীদদের কবরের পাশে বৃক্ষরোপণ
- শাহজালালের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ
- শেরপুরে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
- আফতাবনগর-বনশ্রী সংযোগে নির্মাণ হবে দুই সেতু : ডিএনসিসি প্রশাসক
- শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই : শ্রম উপদেষ্টা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫৬ মামলা
তীব্র তাপপ্রবাহ
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর