তীব্র তাপপ্রবাহে দেশের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের কবল থেকে রেহাই মিলছে না। লোডশেডিং জনজীবনকে আরও অসহনীয় করে তুলছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম সাধারণ মানুষকে বেশি ভোগাচ্ছে। বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতে হচ্ছে। গরমের তীব্রতা থেকে রক্ষায় অনেককে দেখা যাচ্ছে রাস্তার পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিতে। রাজধানীসহ শহরাঞ্চলেও কর্মজীবী মানুষের কষ্টের শেষ নেই। ঢাকাসহ দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে যখন মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বইছে তখন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে হানা দিয়েছে মৌসুমি ভাইরাস জ্বর। করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং ডেঙ্গুজ্বরের আতঙ্কও ছড়িয়ে পড়েছে জনমনে। দেশের হাসপাতালগুলো এখন জ্বরে আক্রান্ত রোগীতে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। অবস্থাপন্নদের পক্ষেও গাঁটের টাকা খরচ করে কেবিন দূরের কথা, সাধারণ বেডে ঠাঁই পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তুলনামূলকভাবে অনেক কম বিপজ্জনক হলেও জ্বরে আক্রান্তের পরিবার-পরিজন মাথা থেকে আতঙ্ক ঝেড়ে ফেলতে পারছেন না। বছরের এ সময়ে মৌসুমি জ্বরের প্রকোপ একটি সাংবাৎসরিক বিষয়। চিকিৎসকদের অভিমত, জ্বরে আক্রান্ত হলে আতঙ্কে না ভুগে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দুই-তিন দিন পর জ্বর এমনিতেই সেরে যাওয়ার কথা। ভ্যাপসা গরমের কারণে শরবত ও আইসক্রিম জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়েছে অনেকের মধ্যে। বিশেষ করে শ্রমজীবী মানুষ রাস্তাঘাটে বিক্রি হওয়া শরবত খেয়ে ডায়রিয়াসহ নানান পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। শিশু ও বয়স্কদের জন্য ভ্যাপসা গরম ঝুঁকি সৃষ্টি করছে। বাংলাদেশ প্রকৃতিগতভাবেই গ্রীষ্মপ্রধান দেশ। জলবায়ুর পরিবর্তন বিশ্বজুড়েই তাপমাত্রা বৃদ্ধি করছে। মানুষের অস্তিত্বের জন্য ডেকে আনছে বিপদ। এ দুর্যোগ মোকাবিলা করেই আমাদের টিকে থাকতে হবে। তাপপ্রবাহের এই দুঃসময়ে সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কেউ মৌসুমি জ্বর, করোনা, ডেঙ্গু বা ডায়রিয়ায় আক্রান্ত হলে আতঙ্কে ভোগা নয় বরং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
শিরোনাম
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে
- লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
- মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক
- ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
- জামিন পেলেন সেই ফারাবী
- মিয়ানমারের ‘দুর্লভ খনিজে’ চোখ যুক্তরাষ্ট্রের
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
তীব্র তাপপ্রবাহ
লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর