যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাই ও নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে ৫০টি অঙ্গরাষ্ট্রের সর্বত্র ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যবসায়ী ট্রাম্পের লাভ-লোকসানের বিবেচনায় ফুঁসে উঠেছে মার্কিন মুল্লুক। ভুক্তভোগীরা নিজেদের অস্তিত্ব রক্ষায় নেমে এসেছেন রাজপথে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে দেশে ও বিদেশে যা ইচ্ছা তাই চাপিয়ে দেওয়ার যে প্রবণতায় ভুগছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গী ধনকুবের ইলেন মাস্ক, তাকে রাজতান্ত্রিক আচরণ বলে মনে করছে যুক্তরাষ্ট্রের মানুষ। গত শনিবার আয়োজিত বিক্ষোভ-সমাবেশের স্লোগান ছিল, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না’ ‘ডেমোক্র্যাসি নট ডিক্টেটরশিপ’ ‘মাস্ককে মঙ্গলগ্রহে পাঠিয়ে দিন’ বিতাড়িত করুন, ‘যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই’ ‘রাজতন্ত্র মানি না- মানব না’ ইত্যাদি। এদিন ৫০টি স্টেটে প্রায় ১ হাজার ২০০ বিক্ষোভ-সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনে যা ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে ছিল ট্রাম্পের গণবিরোধী কর্মকাণ্ডের নিন্দা আর প্রতিবাদ-সংবলিত প্ল্যাকার্ড। রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ৫০ রাজ্যের বিভিন্ন স্থানে লাখ লাখ আমেরিকান ‘হ্যান্ডস অফ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে কড়া বার্তা দেন। বিক্ষোভকারীদের অভিব্যক্তি তাঁরা ক্ষুব্ধ ও আতঙ্কিত। যুক্তরাষ্ট্রের কী হতে পারে, তা ভেবে হতবিহ্বল হয়ে পড়েছেন। প্রসঙ্গত গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্যাসিনোর সঙ্গে ট্রাম্প রাষ্ট্রকে একই পাল্লায় মাপতে গিয়ে ক্ষোভ উসকে দিয়েছেন। পৌনে এক শতাব্দীর ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় দেশগুলো আস্থা হারিয়ে ভিন্ন পথে চলতে শুরু করেছে। দুনিয়াবাসীর কাছে যুক্তরাষ্ট্রের মানবিক পরিচয় ক্ষুণ্ন হয়েছে নতুন বাণিজ্যযুদ্ধে। গরিব ও উন্নয়নশীল দেশগুলোর কোটি কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৃষ্টি হবে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র হারানোর হুমকি।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
ট্রাম্পবিরোধী বিক্ষোভ
রাষ্ট্রকে ব্যবসা ভাবার পরিণতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর