ঢাকায় বিশ্বমান বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সোমবার এ আন্তর্জাতিক সম্মেলনে ৫০ দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সরাসরি বিনিয়োগ করবেন, এমন বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বের নামিদামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিরাও অংশ নিতে নিবন্ধন করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার প্রারম্ভিক অধিবেশনেই নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়। এ তহবিল থেকে শুধু স্টার্টআপ বা কার্যক্রম শুরুর প্রথম পর্যায়ে থাকা কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে। অধিবেশনের মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরে বলা হয়, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী স্টার্টআপ-উদ্যোগের চাহিদা বাড়ছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনো এ খাতে বিনিয়োগ কম। এ দীনতা ঘোচাতে হবে। নতুন উদ্যোগের কোম্পানিগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে অংশীজন সবার কথা শুনতে হবে। সব প্রতিবন্ধকতা দূর করার বিকল্প নেই। নতুন উদ্যোক্তাদের সহযোগিতার বদলে, আমলাতান্ত্রিক জটিলতার যে অপবাদ যুগ যুগ ধরে চলে আসছে; প্রশাসনের সেই ‘লাল ফিতার দৌরাত্ম্য’র অভিশাপ থেকে মুক্ত হতে হবে। পাশাপাশি, পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা চলতে থাকবে। মনে রাখতে হবে, প্রয়োজনীয় জ্বালানি উৎপাদন, প্রাপ্তি ও সরবরাহ নিশ্চিত না হলে সব প্রচেষ্টাই ভেস্তে যাবে। এ ছাড়া নিরবচ্ছিন ও দ্রুততর তথ্যপ্রযুক্তি সেবা হতে হবে শতভাগ নিশ্চিত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য তত্ত্ব’ বিশ্বজুড়ে সাড়া জাগিয়েছে। তাঁর প্রথম দুটি হচ্ছে শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব। দেশে এই দুই শূন্য বাস্তবায়নে চলতি সম্মেলন ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিশ্বের ছোটবড় হাজারো উদ্যোক্তা যদি বাংলাদেশে বিনিয়োগ করেন, ব্যাপকসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে। তাতে বেকারত্ব হ্রাস এবং তার মাধ্যমে দারিদ্র্য হ্রাসে নজির সৃষ্টির আশা করাই যায়। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস যে বিষয়টিকে সবচেয়ে উৎসাহিত করেন, তা হলো চাকরি খুঁজে সময় নষ্ট না করে ‘স্বকর্মসংস্থান’। উদ্যোক্তা হয়ে অন্যের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করা। কারণ সেটাই মানুষের স্বাধীন ও সৎভাবে, সফল জীবনগঠনের কার্যকর পন্থা। চলতি বিনিয়োগ সম্মেলন দেশের তরুণদের সে লক্ষ্যে উৎসাহিত করবে, তাদের সফল উদ্যোক্তা হওয়ার পথনির্দেশনা দেবে এবং সব সহায়তার দরজা খুলে দেবে বলে আশা করি।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
বিনিয়োগ সম্মেলন
শূন্য বেকারত্বের দরজা খুলুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর