ইসরায়েলি বর্বর হামলা-আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা নগরী। খাদ্য, চিকিৎসাসহ সব পরিষেবা বন্ধ করে নৃশংসতম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিশ্বব্যাপী মানবতাবাদীরা এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছেন। খোদ ইসরায়েল এবং তার মদতদাতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ পথে নেমেছেন ক্ষোভ-ঘৃণা জানাতে। বাংলাদেশের মানুষও ঐক্যবদ্ধভাবে উচ্চকিত প্রতিবাদে সরব হয়েছে গণহত্যার বিরুদ্ধে। শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণসমাবেশে ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন লাখ লাখ মানুষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। সেখানে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা এবং ঘাতক ইহুদি রাষ্ট্রের প্রতি ঘৃণা-বিদ্বেষ প্রকাশের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’-এর ডাকে কর্মসূচিতে খ্যাতনামা আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এ গণহত্যা বন্ধে গোটা ইসলামি বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন। লাখো কণ্ঠে সেই বার্তাই উচ্চারিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন ও বিশিষ্টজনদের অংশগ্রহণ প্রমাণ করে যে তাদের মত-পথ ভিন্ন হলেও, বাংলাদেশিদের বুকের ভিতর বাস করে ফিলিস্তিন এবং তাদের ন্যায্য দাবির প্রশ্নে আমরা সবাই একমত, ঐক্যবদ্ধ। সমাবেশের ঘোষণাপত্রে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার, গণহত্যা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ এবং ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। বলা হয়, শুধু যুদ্ধবিরতি নয়, অবিলম্বে জাতিসংঘসহ মুসলিম বিশ্বকে জোরালো কার্যকর উদ্যোগ নিতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা করতে হবে। এ ছাড়াও চরম বিপন্ন গাজাবাসীর পাশে খাদ্য, চিকিৎসা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে দাঁড়ানো, ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সব চুক্তি বাতিল ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এসব দাবি ও আহ্বান বাংলাদেশের আপামর জনগণের। আঠারো কোটি মানুষের হৃদয়ের আকুতি হচ্ছে- ইসলামি দেশগুলো এবং মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রতিরোধে ইসরায়েলি হঠকারিতা, জিঘাংসা ও দম্ভের পতন হোক।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
ফিলিস্তিনের পাশে বাংলাদেশ
এককাট্টা হোক মুসলিম বিশ্ব
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
৭ মিনিট আগে | দেশগ্রাম

গোবিপ্রবির এএসভিএম বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
৫৫ মিনিট আগে | দেশগ্রাম