দেশের রাষ্ট্রব্যবস্থায় অনিয়ম ও বিশৃঙ্খলা মাথা চাড়া দিয়ে উঠেছে বিগত পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রশ্নে জুলাই গণ অভ্যুত্থানের পর যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তা একটি আশাজাগানিয়া অর্জন। দেশের সব রাজনৈতিক দল চায় নির্বাচনের আগে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গে সংস্কার হোক। সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, সেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে তা শুরু করার ব্যাপারে সব দলই রাজি। নির্বাচনের পর নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে এমন অঙ্গীকারে আবদ্ধ হতেও রাজি সব রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য থাকা সত্ত্বেও গত সাড়ে আট মাসে সংস্কার এগিয়ে নিতে সরকার কতটা সফল হয়েছে, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। সংস্কারে কাক্সিক্ষত গতি না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা দেখা দিয়েছে। যেহেতু কাজ চালিয়ে নেওয়ার মতো সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়ার কথা, সেহেতু তা বিলম্বিত করার জন্য সংস্কারের ব্যাপারে অবহেলা করা হচ্ছে কি না, বড় মাপে প্রশ্ন সৃষ্টি হয়েছে। সরকারের উপদেষ্টাদের কারও কারও মুখ ফসকে বের হওয়া কথায় মনে হচ্ছে- তাদের কেউ কেউ নির্বাচিত সরকারের মতো পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান। ‘জনগণ চায়’ এমন অজুহাত খাড়াও করেছেন তাঁরা। কেউ কেউ নিজেদের ‘অনির্বাচিত’ ভাবতেও নারাজ। দিনের ভোট, রাতে হওয়া এবং সংসদের অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা নিজেদের বৈধতা নিয়ে কীভাবে গলাবাজি করতেন, তা দেশবাসীর জানা। সুশীলদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে জনমনে কোনো প্রশ্ন না থাকলেও তাদের কারও কারও লিপ্সা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংশয় সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যাঁরা অতিকথনের আশ্রয় নিচ্ছেন, তাঁরা প্রকারান্তরে প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন কি না, ভাবতে হবে। আমাদের অভিমত, সংস্কার ও নির্বাচন দুটিই জনদাবি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনসংশ্লিষ্ট সংস্কার জোরেশোরে সম্পন্ন করতে হবে। ডিসেম্বরকে নির্বাচনের ডেডলাইন হিসেবে সামনে রেখে সারতে হবে সংস্কার কার্যক্রম।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
সংস্কারে গতি আসুক
সুষ্ঠু নির্বাচন চায় দেশবাসী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর