আগামী মাসে ১৩০ কোটি ডলার ঋণ ছাড় করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ অর্থ ৪৭০ কোটি ডলার ঋণ প্যাকেজের অংশ, যার বিতরণ স্থগিত ছিল। বিনিময় হার নমনীয়তার আওতায় ‘ক্রলিং পেগ’ ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে যে মতবিরোধ ছিল, তার সমাধান হয়েছে। বিনিময় হারে আরও নমনীয় হওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। এর আগে আইএমএফের একটা মিশন ঢাকা সফর করে। তারা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি পর্যালোচনা করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বরাবরই বাস্তব অর্থে নমনীয় বিনিময় হার চাচ্ছিল। যা কেবল সীমিত পরিসরে পরিবর্তন নয়, বরং একাধিক বিনিময় হারের ব্যবস্থা বাতিল করাকে অন্তর্ভুক্ত করে। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির ঝুঁকি ও রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকে কিছুটা সতর্ক অবস্থানে ছিল। এতে বোঝাপড়ার সংকট ও স্থবিরতা সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। এ পর্যন্ত তিন কিস্তিতে এর ২৩০ কোটি ডলার ছাড় করেছে। গত ফেব্রুয়ারিতে ঋণের চতুর্থ কিস্তির সাড়ে ৬৪ কোটি ডলার ছাড় নিয়ে আলোচনা ভেস্তে যায়। তখন মন্ত্রণালয় জানায়, ঋণের কিস্তি ছাড়ের শর্তসমূ হ পূরণে সময় লাগছে বলেই বিলম্ব হয়েছে। অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, কিস্তিগুলো এমন কিছু শর্তের সঙ্গে যুক্ত, যা বাংলাদেশ সরকার ও আইএমএফ যৌথভাবে অর্থনৈতিক ভিত্তি মজবুতে সম্মত হয়েছে। এর মধ্যে কিছু শর্ত বাস্তবায়ন সময়সাপেক্ষ। এজন্য ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইএমএফ এই সমন্বিত চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে সম্মতি দিয়েছে। গত মাসে সন্তোষজনকভাবে পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়ায় আগামী মাসে এ অর্থ ছাড় হবে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশকে ঋণের শেষ দুটি কিস্তি দেওয়ার ক্ষেত্রে জট কাটল। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে আইএমএফের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর এ সমঝোতা হয়েছে। এ বোঝাপড়া স্বস্তিদায়ক। কারণ, এ ঋণ ছাড় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রয়োজনীয় ইতিবাচক প্রভাব ফেলবে।
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
আইএমএফ ঋণ
রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর