বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবাদটি দেশের রাজনৈতিক অস্থিরতায় অন্তঃসারশূন্য হয়ে দাঁড়িয়েছে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য অভিশাপ হয়ে বিরাজ করছে যুগ যুগ ধরে। ঋণখেলাপির পেছনে এত দিন সিংহভাগ ক্ষেত্রে লুটপাটের মনোভাব ছিল মূলত দায়ী। উৎকোচ দিয়ে বড় অঙ্কের ঋণ নিয়ে উধাও হওয়ার প্রক্রিয়ায় প্রতি বছরই বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। স্বীকার করতেই হবে ঋণ নিয়ে অদক্ষতা কিংবা অভাবিত দুর্যোগের কারণে শোধ দিতে না পেরে খেলাপির সাইনবোর্ড কপালে লাগাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। দেশের ব্যাংকগুলো ঋণখেলাপি রোধে তৎপর হয়ে উঠলেও গত এক বছরে এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হওয়ার পেছনে দায়ী রাজনৈতিক অস্থিরতা। দেশে এ মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকারও বেশি। দেশের ব্যাংকব্যবস্থায় গত মার্চ মাস শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি ৯৪ লাখ টাকা, যা গত ডিসেম্বর শেষে ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৮৬ লাখ টাকা। জানুয়ারি-মার্চ প্রান্তিকেই শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি ৮ লাখ টাকা। মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশই খেলাপি হয়ে গেছে। মার্চ পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি ১৩ লাখ টাকা। তিন মাস আগে তা ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মোট ঋণের ৪৫ দশমিক ৭৯ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। তিন মাস আগে তা ছিল ৪২ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে সাড়ে ৪ শতাংশের বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকঋণ নিয়ে উধাও হওয়ার সুযোগ অনেকাংশে বন্ধ হলেও ব্যবসাবাণিজ্যের পরিবেশ রুদ্ধ হয়ে পড়ায় বন্ধ হয়েছে একের পর এক কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। সমূহসর্বনাশ এড়াতে হলে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা রোধে উদ্যোগী হতে হবে।
শিরোনাম
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
- 'মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব'
- ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা