বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবাদটি দেশের রাজনৈতিক অস্থিরতায় অন্তঃসারশূন্য হয়ে দাঁড়িয়েছে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য অভিশাপ হয়ে বিরাজ করছে যুগ যুগ ধরে। ঋণখেলাপির পেছনে এত দিন সিংহভাগ ক্ষেত্রে লুটপাটের মনোভাব ছিল মূলত দায়ী। উৎকোচ দিয়ে বড় অঙ্কের ঋণ নিয়ে উধাও হওয়ার প্রক্রিয়ায় প্রতি বছরই বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। স্বীকার করতেই হবে ঋণ নিয়ে অদক্ষতা কিংবা অভাবিত দুর্যোগের কারণে শোধ দিতে না পেরে খেলাপির সাইনবোর্ড কপালে লাগাতে বাধ্য হয়েছেন কেউ কেউ। দেশের ব্যাংকগুলো ঋণখেলাপি রোধে তৎপর হয়ে উঠলেও গত এক বছরে এর পরিমাণ দ্বিগুণেরও বেশি হওয়ার পেছনে দায়ী রাজনৈতিক অস্থিরতা। দেশে এ মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকারও বেশি। দেশের ব্যাংকব্যবস্থায় গত মার্চ মাস শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি ৯৪ লাখ টাকা, যা গত ডিসেম্বর শেষে ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৮৬ লাখ টাকা। জানুয়ারি-মার্চ প্রান্তিকেই শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি ৮ লাখ টাকা। মার্চ শেষে মোট বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশই খেলাপি হয়ে গেছে। মার্চ পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি ১৩ লাখ টাকা। তিন মাস আগে তা ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মোট ঋণের ৪৫ দশমিক ৭৯ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। তিন মাস আগে তা ছিল ৪২ দশমিক ৮৩ শতাংশ। বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে সাড়ে ৪ শতাংশের বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকঋণ নিয়ে উধাও হওয়ার সুযোগ অনেকাংশে বন্ধ হলেও ব্যবসাবাণিজ্যের পরিবেশ রুদ্ধ হয়ে পড়ায় বন্ধ হয়েছে একের পর এক কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান। সমূহসর্বনাশ এড়াতে হলে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা রোধে উদ্যোগী হতে হবে।
শিরোনাম
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
- বিমানে ‘বোমা থাকার’ ফোনে থামল কাঠমান্ডুগামী ফ্লাইট
- এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
- ফ্যাসিষ্ট হাসিনার মন্ত্রী আব্দুর রহমানের বিচার দাবিতে মানববন্ধন
বেড়েছে খেলাপি ঋণ
ব্যবসাবাণিজ্যে প্রতিবন্ধকতার কুফল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর