মাদক আগ্রাসন কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশে একসময় মাদক আসত ভারত থেকে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের পর মিয়ানমার সীমান্ত মাদক পাচারের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। সীমান্ত ডিঙিয়ে প্রতিদিনই আসছে ইয়াবা ও আইসের মতো ভয়াবহ মাদক। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি রাখাইনের সিংহভাগ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তারা বাংলাদেশে মাদক পাচারে সক্রিয় ভূমিকা রাখছে। আরাকান আর্মির প্রত্যক্ষ নেতৃত্বেই চলছে মাদক কারবার। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এ ব্যাপারে বেপরোয়া। রাখাইনে কর্তৃত্ব ধরে রাখতে বিপুল অর্থের প্রয়োজন রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। সামরিক সক্ষমতা ধরে রাখা, অস্ত্র কেনা, যোদ্ধাদের খাদ্য ও অন্যান্য খরচ নির্বাহে যে বিপুল অর্থ দরকার, তার উৎস হয়ে উঠেছে ইয়াবা ও আইসের মতো মাদক। আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এ অপকর্ম চালাচ্ছে তারা। মাদক সাম্রাজ্যের প্রধান গন্তব্য হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ, যেখানে মাদকপ্রবাহ দিনদিন বাড়ছেই। রাখাইনের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কোনো বৈধ উৎস না থাকায় সংগঠনটি ইয়াবা পাচারকে আয়ের প্রধান পথ হিসেবে বেছে নিয়েছে। এভাবেই তারা বিপুল অর্থ সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। রাখাইনের একাংশ কুখ্যাত ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’-এর অংশ, যা আন্তর্জাতিক মাদক উৎপাদন ও পাচারের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গম এই এলাকায় কোনো দেশেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ফলে ট্রান্সন্যাশনাল মাদক গ্রুপগুলোকে নিরাপদ রুট দিতে পারছে আরাকান আর্মি। মাদক আগ্রাসন বন্ধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো উচিত। আরাকান আর্মির তৎপরতার ওপরও রাখতে হবে তীক্ষè নজর। রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদক কারবারের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থায় থাকতে হবে। মাদক ইতোমধ্যে দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের অর্থ জোগাতে মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি ভাড়াটে খুনি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবলম্বন করা তাই জরুরি হয়ে উঠেছে।
শিরোনাম
- আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
- “১০-১৫ রান কম হয়েছে”: হারের পর স্বীকারোক্তি শ্রীলঙ্কার অধিনায়কের
- “সাইফ পারবে, আমি জানতাম”: ম্যাচ জয়ের পর আরও যা বললেন লিটন
- সাকিবকে পেছনে ফেললেন লিটন
- ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার হৃদয়
- সুন্দরবনে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
- অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক
- শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল টাইগাররা
- রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান
- কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি
- পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার
- পানি নিষ্কাশনের পথ বন্ধ, বড়াইগ্রামে দুইশ’ পরিবার পানিবন্দী
- এক চ্যালেঞ্জের অভিজ্ঞতা, এক নতুন স্বপ্নের আহ্বান
- এখনো অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: চসিক মেয়র
- পানিতে জন্ম, প্রাণে ভয়: মস্তিষ্ক খেকো অ্যামিবায় পশ্চিমবঙ্গে মৃত্যু ১৬
- নওগাঁয় উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ
- ১৬৮ তে থামল শ্রীলঙ্কা
- শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া, টিকটক কেলেঙ্কারি থেকে ভাইরাল সিনেমায় ঝড়
- ভারী বৃষ্টিতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
- সংস্কৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি: কাদের গনি চৌধুরী
মাদক আগ্রাসন
সীমান্তে তীক্ষ্ন নজর রাখুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর