মাদক আগ্রাসন কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশে একসময় মাদক আসত ভারত থেকে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের পর মিয়ানমার সীমান্ত মাদক পাচারের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। সীমান্ত ডিঙিয়ে প্রতিদিনই আসছে ইয়াবা ও আইসের মতো ভয়াবহ মাদক। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি রাখাইনের সিংহভাগ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তারা বাংলাদেশে মাদক পাচারে সক্রিয় ভূমিকা রাখছে। আরাকান আর্মির প্রত্যক্ষ নেতৃত্বেই চলছে মাদক কারবার। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এ ব্যাপারে বেপরোয়া। রাখাইনে কর্তৃত্ব ধরে রাখতে বিপুল অর্থের প্রয়োজন রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। সামরিক সক্ষমতা ধরে রাখা, অস্ত্র কেনা, যোদ্ধাদের খাদ্য ও অন্যান্য খরচ নির্বাহে যে বিপুল অর্থ দরকার, তার উৎস হয়ে উঠেছে ইয়াবা ও আইসের মতো মাদক। আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এ অপকর্ম চালাচ্ছে তারা। মাদক সাম্রাজ্যের প্রধান গন্তব্য হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ, যেখানে মাদকপ্রবাহ দিনদিন বাড়ছেই। রাখাইনের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কোনো বৈধ উৎস না থাকায় সংগঠনটি ইয়াবা পাচারকে আয়ের প্রধান পথ হিসেবে বেছে নিয়েছে। এভাবেই তারা বিপুল অর্থ সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। রাখাইনের একাংশ কুখ্যাত ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’-এর অংশ, যা আন্তর্জাতিক মাদক উৎপাদন ও পাচারের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গম এই এলাকায় কোনো দেশেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ফলে ট্রান্সন্যাশনাল মাদক গ্রুপগুলোকে নিরাপদ রুট দিতে পারছে আরাকান আর্মি। মাদক আগ্রাসন বন্ধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো উচিত। আরাকান আর্মির তৎপরতার ওপরও রাখতে হবে তীক্ষè নজর। রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদক কারবারের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থায় থাকতে হবে। মাদক ইতোমধ্যে দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের অর্থ জোগাতে মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি ভাড়াটে খুনি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবলম্বন করা তাই জরুরি হয়ে উঠেছে।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি