পাকিস্তানে নিশ্চিহ্ন হয়ে গেল রাজ কাপুরের জন্মভিটে। ভেঙে ফেলা হলো ‘কাপুর হাভেলি’। ৯৮ বছরের চারতলা হাভেলি ভাঙতে সময়ও বেশি লাগল না। ওই বাড়ি সংরক্ষণের আর্জি জানিয়েও শেষ পর্যন্ত তা কেন সম্ভব হলো না, এ নিয়ে প্রশ্নের শেষ না থাকলেও শেষ হয়ে গেল রাজ কাপুরের ছেলেবেলার স্মৃতিসৌধ।
১৯২৪ সালের ১৪ ডিসেম্বর, কাপুর হাভেলিতেই জন্মগ্রহণ করেছিলেন বলিউডের অন্যতম তথা ভারতশ্রেষ্ঠ পৃথিবীখ্যাত অভিনেতা রাজ কাপুর। ১০ বছর বয়স থেকেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে মন জয় করেছেন এই অভিনেতা। ১৯৩৫ সালে ‘ইনকিলাব’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ কাপুর। ১৯৪৭ সালে ‘নীল কমল’ ছবিতেই খ্যাতি লাভ করেন তিনি। ‘বুট পলিশ’, ‘সঙ্গম’, ‘মেরা নাম জোকার’, ‘আওয়ারা’ সিনেমাগুলো ভারতীয় চলচ্চিত্রের এক একটি মহাকাব্য।