কলকাতার ছবিতে নিয়মিত হচ্ছেন শীর্ষনায়ক শাকিব খান। এমন গুঞ্জন চাউর এখন চলচ্চিত্র পাড়ায়। একটি সূত্র জানায়, গত মাসে ঢাকা এসেছিলেন কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহেতা ও চলচ্চিত্র প্রযোজক বিজয় খেমকা। সূত্রমতে, মে মাসের তৃতীয় সপ্তাহে একটি পাঁচতারকা হোটেলে স্থানীয় এক চলচ্চিত্র প্রদর্শকের সঙ্গে বৈঠক শেষে শ্রীকান্ত মেহেতা ও বিজয় খেমকা সরাসরি চলে যান এফডিসিতে। সেখানে শাকিব খান ‘বসগিরি’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। সূত্র বলছে, আলোচনা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শ্রীকান্ত মেহেতা ও বিজয় খেমকা কলকাতার ছবিতে শাকিব খানকে নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। এর কারণ হিসেবে দুই নির্মাতা শাকিবকে জানান, যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র কিছু রাশ প্রিন্ট তারা দেখেছেন। এতে তার অভিনয় মান ছিল প্রশংসা করার মতো। তা ছাড়া কলকাতায় ‘শিকারী’ ছবির শুটিংয়ের সময় সেখানকার চলচ্চিত্রের অনেকেই শাকিবের দক্ষ অভিনয় সরাসরি দেখেছেন। এ দুই চলচ্চিত্র নির্মাতা শাকিবকে জানান, কলকাতায় এখন চরম নায়ক সংকট চলছে। এই অবস্থায় শাকিবকে নিয়ে ওপার বাংলায় ছবি নির্মাণ করতে পারলে ভালো হয়। তারা আরও বলেন, কলকাতার অনেক শিল্পীই এখন ঢাকার ছবিতে অভিনয় করছেন। দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। তাই শাকিব চাইলেই কলকাতার ছবিতে নিয়মিত অভিনয় করতেই পারেন। সূত্র জানায়, শাকিব খান এতে সম্মতি বা অসম্মতি কোনোটিই প্রকাশ করেননি। শুধু বলেছেন ‘ভেবে দেখব’। সূত্রমতে, আলোচনাকালে শাকিব তাদের বলেন, বিনিময় চুক্তির আওতায় বেশ কয়েক বছর আগে কলকাতায় পাঠানো হয় ঢাকার কিছু ছবি। যা এখনো সেখানে মুক্তি পায়নি। অথচ এখানে ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। শাকিব তাদের এই অসম অবস্থা দূরীকরণের অনুরোধ জানান। শাকিব তাদের আরও বলেন, দুই বাংলার মধ্যে চলচ্চিত্র বিনিময় হতে হবে নিয়ম-কানুন মেনে সমতার ভিত্তিতে। এ ক্ষেত্রে সব বাধা দূর করতে হবে। কলকাতার দুই চলচ্চিত্রকার শাকিবকে যৌথ প্রযোজনার ছবিতেও নিয়মিত অভিনয়ের প্রস্তাব করেন। জবাবে শাকিব বলেন, দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে যথাযথভাবে নির্মাণ হলে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ে তার আপত্তি নেই। বর্তমানে শাকিব খান যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র শুটিংয়ে অংশ নিতে ইংল্যান্ড রয়েছেন। তাই এই বৈঠকের ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে শাকিব খান বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘২০১৭ সাল হবে তার বদলে যাওয়ার বছর। অভিনয় আর নির্মাণ নিয়ে নিজেকে ঢেলে সাজাবেন এবং নতুন সব চমক দেবেন।’ চলচ্চিত্রকাররা বলছেন, তাহলে কলকাতার ছবিতে নিয়মিত অভিনয়ও কি শাকিবের নতুন চমকের অন্তর্ভুক্ত? বিষয়টি অবশ্য সবাই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
কলকাতায় নিয়মিত শাকিব!
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর