Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৪৮

নবী পরিবারের সঙ্গে টুটুল

শোবিজ প্রতিবেদক

নবী পরিবারের সঙ্গে টুটুল
‘মিউজিক্যাল ক্যাফে’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী, এসআই টুটুল ও ফাহমিদা নবী

প্রয়াত গায়ক মাহমুদুন্নবীর ছেলেমেয়েরাও সংগীতে প্রতিষ্ঠিত। ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী তো তুমুল জনপ্রিয়। তাদের ভাই পঞ্চমও সংগীতে। এই তিন ভাইবোনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক্যাল ক্যাফে’। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এসআই টুটুল। মাহফুজা আক্তারের প্রযোজনায় ২৭ জুন সন্ধ্যায় বিটিভির ড্রামা স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়। সামিনা চৌধুরী গেয়েছেন অনুরোধ করে আর কী হবে ও আমায় ডেকো না ফেরানো যাবে না। ফাহমিদা নবী গেয়েছেন আমার মন ভালো নেই বলে ও যায় কী ছেঁড়া বুকের পাঁজর। পঞ্চম গেয়েছেন আকাশের নীলে ও এমন একটা সময় ছিল গান। তবে তিন ভাইবোন ও এসআই টুটুল একসঙ্গে গেয়েছেন মাহমুদুন্নবীর গাওয়া ‘আবির্ভাব’ সিনেমার ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে’ গানটি। অনুষ্ঠানটি নিয়ে তারা সবাই খুব উচ্ছ্বসিত। ভিন্নধর্মী একটি অনুষ্ঠান হয়েছে বলে মন্তব্য তাদের।


আপনার মন্তব্য