Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২২:৪৯

নিরব-মমর যাত্রা শুরু...

শোবিজ প্রতিবেদক

নিরব-মমর যাত্রা শুরু...

নিরবের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধছেন জাকিয়া বারী মম। ছবির শিরোনাম ‘আমি শুধু তোর হব’। রোমান্টিক অ্যাকশন গল্পের এই ছবিতে একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রের ভূমিকায় অভিনয় করবেন নিরব। যে কিনা একটি মিথ্যা মামলায় ফেঁসে যায়। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাতের গল্প। ফাঁকে আসে প্রেম। আর তার প্রেমিক হয়ে আসেন মম। গতকাল এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ১ আগস্ট থেকে পাবনার বিভিন্ন লোকেশনে শুরু হবে ছবির শুটিং। ছবিটি পরিচালনা করবেন রফিক শিকদার। পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। নিরব বলেন, গল্পে ভ্যারিয়েশন আছে। আমার চরিত্রটিও চমৎকার। অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ আছে এতে। অন্যরকম একটি গল্পের ছবিতে কাজ করতে পারছি বলে বেশ ভালো লাগছে। ‘আমি শুধু তোর হব’ ছবিতে আরও অভিনয় করবেন সুচরিতা, সুব্রত, প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লবসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে এমটি ফিল্মস। নির্বাহী প্রযোজক আবদুল মজিদ মিল্টন।


আপনার মন্তব্য