রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঈদে তাহমিনার আকাশ নীল

শোবিজ প্রতিবেদক

ঈদে তাহমিনার আকাশ নীল

নাটকের একটি দৃশ্যে বাবুল আহমেদ, চন্দা মাহাজাবিন

ঈদে ‘তাহমিনার আকাশ এখন নীল’ শিরোনামের একটি নাটক নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বাবুল আহমেদ। নাটকের মূল গল্প তারই রচিত। ‘পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু পিতার কাঁধে সন্তানের লাশ’। এটিই হচ্ছে নাটকের গল্পের মূল বিষয়বস্তু। চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করছেন আশিষ রায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবুল আহমেদ, চন্দা মাহাজাবিন, গোলাম রব্বানী মিন্টু, অহনা, তানভীর, চৈতি, কাজী রাজু, ফারজানা, মেহেরিমা, রিয়া প্রমুখ। বাবুল চৌধুরী বলেন, আমি সব সময়ই বিশেষ কোনো ম্যাসেজ নিয়ে নাটকের গল্প তৈরি করি। এবারও একটি স্পর্শকাতর বিষয় উঠে আসছে আমার এই নাটকে। আশা করছি, বরাবরের মতো এবারও দর্শক আমার কাজ সাদরে গ্রহণ করবে। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১২টায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর