সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফোকাস

চাঁদনী সন্ধ্যা

চাঁদনী সন্ধ্যা

শনিবার রাজধানীর একটি হোটেলে উদযাপিত হয়ে গেল এহতেশামুর রহমান পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রের রজতজয়ন্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাত আটটায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় মন্ত্রীর শুভাগমনের মধ্য দিয়ে। দিলরুবা সাথীর উপস্থাপনার মধ্য দিয়েই অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ‘চাঁদনী সন্ধ্যা’য় স্বাগত বক্তব্য রাখেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। এরপর এহতেশামকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র এবং শাবনাজ নাঈমকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ‘চাঁদনী সন্ধ্যা’য় উপস্থিত হয়েছিলেন বরেণ্য প্রযোজক জাহাঙ্গীর খান, নাসির উদ্দিন দিলু, এটিএম শামসুজ্জামান, জাভেদ, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, আরজু,সম্রাট, ইমন, আরিফিন শুভ, কবরী, অঞ্জনা, রোজিনা, অরুনা বিশ্বাস, চম্পা, শিল্পী, মুনমুন, পপি, পূর্ণিমা, নিপুণ, কেয়া, বিদ্যা সিন্হা মিম, রফিকুল আলম, আবিদা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর