রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিল্পী ঐক্যজোটের নতুন উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র, নাটক, মঞ্চ ও গানের শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট শিল্পীদের কাজের স্বীকৃতি আদায় ও মান উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনের আহ্বায়ক দর্শকপ্রিয় নাট্যনির্মাতা জিএম সৈকত বলেন, চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যবস্থা থাকলেও নাটকের জন্য  কোনো রাষ্ট্রীয় সম্মাননার ব্যবস্থা নেই।

নাটকে জাতীয় পুরস্কার দেওয়া হলে এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের মান বাড়বে। শিগগিরই বিষয়টি সরকারের নজরে আনবে জোট। তাছাড়া শুটিং চলাকালে নামাজের  জন্য আজানের সঙ্গে সঙ্গে ১০ মিনিট ও জুমার নামাজের জন্য ১ ঘণ্টা কর্মবিরতি চালুর জন্য প্রত্যেক নির্মাতার প্রতি অনুরোধ জানান সৈকত। এই নিয়ম ইতিমধ্যে সৈকতের ‘ডিবি’ নাটক দিয়ে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন শিল্পী ঐক্যজোটের উপদেষ্টা জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ইনামুল হক, কল্যাণ কোরাইয়া, অপ্সরা সুহি প্রমুখ।

সর্বশেষ খবর