শিরোনাম
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

আজ শিল্পকলায় দুই নাটক

শোবিজ প্রতিবেদন

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে প্রদর্শনী হবে দুটি নাটক। প্রাচ্যনাট স্কুলের ৩৪তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে ঢাকার মঞ্চে আসছে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা রাজনৈতিক নাটক ‘রাজরক্ত’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় থাকছে এর প্রদর্শনী। ‘রাজরক্ত’ নির্দেশনা দিয়েছেন প্রদ্যুৎ কুমার ঘোষ। সন্ধ্যায় নাট্য প্রদর্শনীর আগে বিতরণ করা হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৩৪তম ব্যাচের সনদপত্র। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন কেরামত মওলা ও জাদুশিল্পী জুয়েল আইচ। অন্যদিকে নাট্যম রেপার্টরির আলোচিত প্রযোজনা ‘দমের মাদার’ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে। সাধনা আহমেদের লেখা থেকে নির্দেশনায় আইরিন পারভীন লোপা। বিভিন্ন চরিত্রে পারভীন আক্তার পারু, তাজমী নূর, শিরিন রহমান, শামীমা আক্তার মুক্তা, তন্ময়, কমল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর