প্রায় বিশ বছর পর শহীদ মাহমুদ জঙ্গীর কথায় আবারও গান গাইলেন তপন চৌধুরী। ‘এই তো বেশ আছি’ শিরোনামের গানের কথা হচ্ছে, ‘আঁকাবাঁকা পথ পেরিয়ে আলোছায়া সাথী করে কিছুটা সময় নিয়ে রব মুখোমুখি’। গানটির সুর করেছেন আলাউদ্দীন মাহমুদ সমীর এবং সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এরই মধ্যে গানটি প্রকাশ করেছে লেজার ভিশন। এই প্রসঙ্গে জঙ্গী বলেন, ‘এই গানে শ্রোতারা তপন চৌধুরীর গায়কীর মধ্যে সেই শুরুর সময়ের তপন চৌধুরীকে খুঁজে পাবেন। সেই সময়ের ফ্লেভারে এই সময়ের উপযোগী করে গানটি করা হয়েছে। যথারীতি তপন চৌধুরী খুব ভালো গেয়েছেন।’ এই গানে তপন চৌধুরীর সঙ্গে স্বরলিপিও কণ্ঠ দিয়েছেন। তপন চৌধুরী বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করলাম। গানের কথা, সুর এবং সংগীতায়োজন সবই আমার মন ছুঁয়ে গেছে। আমার সহশিল্পী হিসেবে স্বরলিপিও বেশ ভালো গেয়েছেন। মূল কথা, গানটি প্রকাশ হওয়ার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে এখন যেহেতু লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে, মিউজিক ভিডিও প্রকাশের পর হয়তো আরও ভালো সাড়া পাব।’ এদিকে আগামীকাল সকাল ৭.৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী। আজ তার সঙ্গে সহশিল্পী হিসেবে থাকবেন হৈমন্তী। আগামী ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী। সোলস’র ‘চায়ের কাপে পরিচয়’, ‘এরই মাঝে রাত নেমেছে’, ‘ভালোবাসি ঐ সবুজের মেলা’, আইয়ূব বাচ্চুর গাওয়া ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, পার্থর গাওয়া ‘আমি ভুলে যাই তুমি আমার নও’, আরও অনেক জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
শিরোনাম
- ট্রাম্পের বাড়তি শুল্কে মিয়ানমারে বন্ধ হচ্ছে একের পর এক পোশাক কারখানা
- লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল যুবদল
- চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
- রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে ভারত
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ
- সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য
- আইএসইউ’র শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত
- ‘সমন্বয়ের অভাবে জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বারবার ব্যর্থ হচ্ছে’
- খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর
- দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে : সালাহউদ্দিন
- মিশরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা দিল ইইউ
- চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
দুই দশক পর জঙ্গীর কথায় গাইলেন তপন চৌধুরী
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর