বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এসএম রোকন উদ্দিনের গানে মাতবে আজ

শোবিজ প্রতিবেদক

এসএম রোকন উদ্দিনের গানে মাতবে আজ

জীবন দর্শন নির্ভর গানের রচয়িতা ফকিরমেলার ফকির গুরু এসএম রোকন উদ্দিন। তার লেখা, আমায় ফকিরও বানাইলোরে সিলেট শহরে, দুই দিনের অতিথি আমি ভবের বাজারে, দিনে দিনে সোনার তনু মলিন হইয়া যায়, আমার পাগলা ঘোড়া মন, সৎ সঙ্গ ছেড়ে, অসৎ সঙ্গ ধরেÑ এমন প্রায় ১৫০টি গানের রচয়িতা এই গুণী মানুষটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে কবিতা আর আধুনিক গানের চর্চা করলেও বতর্মানে সে ধারা বাদ দিয়ে মরমি ধারায় অবগাহন করেছেন এসএম রোকন উদ্দিন। তিনি বলেন, ‘হাসন রাজা, রাধারমন, শীতালং শাহ, শাহ আবদুল করিম যে সৌন্দর্যে নিজেদের বিলীন করে মরমি চর্চায় মেতেছিলেন, সে সৌন্দর্য আমাকেও হাতছানি দিয়ে ডাকে। নিশিরাতে কিংবা চলার পথে ভিতর থেকে নিংড়ে আসে গানের কথা ও সুর। সেই সুর বাজে নিজের মন ও মননে। খুঁজে ফেরেন জীবনের মানে।’ এবারের ওয়ালটন এশিয়ান মিউজিকের গানের আসরে এসএম রোকন উদ্দিনের লেখা গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সূর্যলাল দাস ও ফাতেমা আক্তার জেনি। অনুষ্ঠানটি প্রচার হবে এশিয়ান টিভিতে আজ রাত ১১টা থেকে ২টা পর্যন্ত। এসএম রোকন উদ্দিন বর্তমানে চট্টগ্রামের ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

সর্বশেষ খবর