ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিশেষ এক সূত্রে দাবি করা হয়েছে যে, সৃজিতের জীবনে আসতে চলেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী! নাকি অন্য কোনো বিষয় আছে? সম্প্রতি একই ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়া ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে চলছে জোর গুঞ্জন। তারা এই সেলফি তোলেন গত শনিবার রাতে একটি ঘরোয়া আয়োজনে। যেখানে সৃজিতের সঙ্গে সেই পার্টিতে যান মিথিলা। জানা যায়, মিথিলা ও সৃজিতের সম্পর্ক বেশ কয়েক মাসের। সেটি হয়েছে আবার ফেসবুকের মাধ্যমে। আর এই দুজনেরই কমন বন্ধু হিসেবে আছেন গায়িকা সাহানা বাজপেয়ি। তবে বিষয়টি সৃজিত এড়িয়ে গেছেন। বলেছেন, তারা ‘জাস্ট ফ্রেন্ড’। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে তাদের নিয়ে নানারকম মুখরোচক খবর বেরিয়েছে। দুজনের এই সম্পর্ক নাকি এখন আর শুটিং ফ্লোরে আটকে নেই। মিথিলা কলকাতা শহরে পা রাখার পর থেকে সৃজিত তাকে নিয়ে ঘুরে বেড়ান। মিথিলাকে কলকাতা শহর দেখিয়েছেন। তারা দুজন আগামী বছরের গোড়ার দিকে বিয়েও করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যায়। আসলে বিষয়টি কী? সৃজিতের ভাষ্য, ‘মিথিলা মূলত কলকাতায় এসেছেন তার একটি কাজে। সেখানে থেকেই তার সঙ্গে আমার দেখা।’ এদিকে মিথিলা এখন কলকাতায় আছেন। জানা যায়, মিথিলা কাজ করেছেন সৃজিতের প্রযোজনায় নতুন একটি মিউজিক ভিডিওতে। যেখানে একসঙ্গে হাজির হচ্ছেন মিথিলা ও তার মামাতো ভাই সংগীতশিল্পী অর্ণব। ভিডিওটি পরিচালনা করছেন কলকাতার একলব্য চৌধুরী। পশ্চিমবঙ্গের রায়চকে গানটির শুটিং হয়েছে। এতে কলকাতার ইন্দ্রাশিস রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে। মিথিলা ফেসবুকে জানান, বেশ বড় একটি চমক নিয়ে তিনি হাজির হতে যাচ্ছেন। আর এ কারণেই তার কলকাতা সফর। শিগগিরই বিস্তারিত জানাবেন এই শিল্পী।
শিরোনাম
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে গুঞ্জন
মিথিলা ও সৃজিতের সম্পর্ক বেশ কয়েক মাসের। সেটি হয়েছে আবার ফেসবুকের মাধ্যমে। তবে বিষয়টি সৃজিত এড়িয়ে গেছেন। বলেছেন, তারা ‘জাস্ট ফ্রেন্ড’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর