রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আজীবন সম্মাননায় আলমগীর

শোবিজ প্রতিবেদক

আজীবন সম্মাননায় আলমগীর

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে চলচ্চিত্রকার আলমগীরকে। ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান অডিটরিয়ামে দিবসটি পালন করা হবে। আজীবন সম্মাননা প্রদান ছাড়াও বিশিষ্ট ছয় ব্যক্তিত্বকে দেওয়া হবে বিশেষ ইমেরিটাস অ্যাওয়ার্ড। এ ছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছায়াছবি থেকে।  জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সিনিয়র সাংবাদিক নরেশ ভূঁইয়া।  সম্মাননাপ্রাপ্ত ছয় বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়), সৈয়দ হাসান ইমাম (অভিনয়), রুনা লায়লা (সংগীত), মির্জা আবদুল খালেক (প্রদর্শক-লায়ন সিনেমা হলের শতবর্ষপূর্তিতে), ফরিদুর রেজা সাগর (প্রযোজক-দেশের সর্বাধিক ছবির প্রযোজক) এবং সাংবাদিক খন্দকার শাহাদাত হোসেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন, প্রীতি বিতর্ক ও সেমিনার। পুরনো দিনের ছায়াছবি প্রদর্শনী। সন্ধ্যায় বাচসাস রজনী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি আবদুর রহমান। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাচসাস প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি বিশেষ স্যুভেনির প্রকাশ ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর