বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

এফডিসিতে দুই দিনব্যাপী অনুষ্ঠান

শোবিজ প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সৈয়দ হাসান ইমাম

আজ ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯’। এফডিসিতে এবারের চলচ্চিত্র দিবস পালন হবে দুই দিনব্যাপী।  এক সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এ কথা জানায়। এ সময় উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, পরিচালক সমিতির সভাপতি  গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও অনুষ্ঠানের ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লকের কর্মকর্তা সালমান মাহমুদ, এফডিসির পিআরও হিমাদ্রী বড়ুয়া। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’। সৈয়দ হাসান ইমাম এবারের আয়োজন নিয়ে বলেন, এবার এফডিসিতে দুই দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব পালন করা হবে। প্রথমদিন মানে আজ এফডিসি চত্বরে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্য সচিব আবদুল মালেক এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ। আগামীকাল বিকালে এফডিসিতে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর