মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রঙিন আয়োজন বরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রঙিন আয়োজন বরিশালে

মঙ্গল শোভাযাত্রা প্রভাতি অনুষ্ঠান, রাখী উৎসব, ঢাক উৎসব, সাংস্কৃতিক আড্ডা, লোক সংস্কৃতি প্রদর্শনী, বৈশাখী মেলা, ছড়াগান, লোক সংগীত, লোকনৃত্য ও ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হলো বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ কামনা করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠান থেকে। সকাল সাড়ে ৭টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসনের বর্ষবরণের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এ ছাড়া সার্কিট হাউসে বর্ষবরণ অনুষ্ঠানসহ লাঠিখেলা এবং বিকালে বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয়েছে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার। বাংলা বর্ষবরণে সকাল সাড়ে ৬টায় বিএম স্কুল মাঠে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন উদীচী এবং বরিশাল নাটক। চারুকলা বরিশালও অশ্বিনী কুমার হলের সামনে সকাল সকাল পৌনে ৮টায় সূচনা সংগীত, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননার আয়োজন করে।  

 শব্দাবলীর আয়োজনে বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের। বাংলাদেশ গণশিল্পী সংস্থা অশ্বিনী কুমার হলের সামনে আয়োজন করেছে দুই দিনব্যাপী লোকজ অনুষ্ঠানের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর