মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নুসরাতকে নিয়ে চিরকুটের গান

শোবিজ প্রতিবেদক

নুসরাতকে নিয়ে চিরকুটের গান

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার কষ্ট ছুঁয়ে গেছে চিরকুটের সদস্যদের। নুসরাতের এমন মৃত্যু স্তব্ধ করেছে সারা জাতিকে। তাই তো নুসরাত আর তার মতো এ দেশের অসংখ্য মেয়ের কষ্টের কথা  ভেবে গত শনিবার রাতে ইউটিউবে একটা গানের ভিডিও প্রকাশ করেছে চিরকুট। গানের ভিডিওর শুরুতে লেখা আছে, ‘সব বৈশাখে রং থাকে না। নুসরাতের জন্য গাইতে হলো।’ গানটির শিরোনাম ‘পারলা দয়াল পারলা’। জানা গেছে, ‘পারলা দয়াল পারলা’ শিরোনামের এই গান এর আগে ‘আসমানি’ নামের একটি সিনেমায় ব্যবহার করা হয়েছে।

এ প্রসঙ্গে চিরকুটের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বলেন, ‘একজন সংগীতকর্মী হিসেবে সমাজের অনিয়ম ও সমস্যায় গানই আমাদের প্রতিবাদ, প্রতিরোধের ভাষা। আমাদের গানের কথা, সুর আর গায়কি দিয়ে যদি মানুষের ভিতরের চেতনা, মূল্যবোধ ও রুচির সংস্কৃতির জাগরণ ঘটাতে পারি, তাহলে  সেটাই সার্থকতা। নুসরাতের ঘটনা সবার মতো আমাদের গানের দলের সদস্যদের তাড়িত করেছে। যন্ত্রণা দিয়েছে। স্তব্ধ করে দিয়েছে। সংবেদনশীলতার জায়গা থেকে মনে হয়েছে, এই ঘটনায় কিছু বলা উচিত। সচেতন মানুষ হিসেবে মনে হয়েছে এটুকু তো করা উচিত। নুসরাত এবং নুসরাতের মতো প্রতিদিন অনাকাক্সিক্ষত, পাশবিক ঘটনার শিকার হওয়া এমন অসংখ্য মেয়ের জন্য মনে হয়েছে এটা করা উচিত।’      

সর্বশেষ খবর