রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
ইন্টারভিউ ► ফারজানা ছবি

চর্চা না থাকলে অঙ্কের মতো অভিনয়ও মানুষ ভুলে যায়

ফারজানা ছবি। একজন অভিনয়শিল্পী। বর্তমানে অভিনয় জগতে যার ব্যস্ততা বেশি চোখে পড়ার মতো। আর এ সময়ে নাটকের ব্যস্তময় দিনগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছেন- রাফিয়া আহমেদ

চর্চা না থাকলে অঙ্কের মতো অভিনয়ও মানুষ ভুলে যায়

আপনাকে সব সময় বিভিন্ন চরিত্র নিয়ে ভাবতে দেখি। এটা কেন?

একজন অভিনেতার জীবনে একটা চরিত্র একবারই আসে। আমার কাছে অবশ্য একই চরিত্রের পুনরাবৃত্তি হওয়াটা যুক্তিসঙ্গত নয়। তাই আমার সামনে যখন যে চরিত্রটি আসে, সেই চরিত্রটির প্রতি শতভাগ মনোযোগ দেওয়ার চেষ্টা করি।

 

কোনো সময় কি মনে হয় এ চরিত্রটি আপনার জন্য নয়?

এ বিষয়টা আমার অভিনয় জীবনে বহুবার ঘটেছে। আসলে কি জানেন, চরিত্রগুলো আমার জন্য নয় তা জেনেও তার মধ্য দিয়ে আমি আরও বিশেষভাবে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারি। যা আমাকে নতুনভাবে পরিচয় হতে সাহায্য করে ।

 

বর্তমান নাটকগুলোতে নিজেকে ভিন্নরূপে তুলে ধরতে কতটা সুযোগ মেলে?

একজন অভিনয়কর্মীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি দুর্বল চিত্রনাট্য এবং গতানুগতিক নির্মাণের নাটক বা চলচ্চিত্রের নিজের অভিনয় ক্ষমতা দিয়ে নিজের চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তুলতে পারা। তাই অভিনীত চরিত্রটিকে ভিন্ন বৈচিত্র্যে তুলে ধরার ক্ষেত্রে অভিনেতার নিজস্ব একটি ভূমিকা তো রয়েছেই। 

 

নতুন অভিনয় শিল্পীদের মাঝে পেশাদারিত্বের মনোভাব কতটুকু?

শিল্প যখন কেবলই অর্থ উপার্জনের বাহক হয়ে দাঁড়ায়, তখন তা শিল্পীকে সমৃদ্ধ করার শক্তি হারায়। আমরা যে কাজটি করি তা আর পাঁচ দশটি কাজের সঙ্গে মেলানো ঠিক হবে না ।

 

অভিনয় চর্চা কতটা জরুরি?

অভিনয় আসলে প্র্যাকটিস অব ম্যাথমেটিকসের মতো। চর্চা না থাকলে অঙ্কের মতো অভিনয়ও মানুষের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।

 

কাজের সমালোচনা কীভাবে দেখেন?

আমার কাছে কাজের সমালোচনা হচ্ছে স্প্রিংয়ের মতো। পড়ে গেলে স্প্রিংয়ের ধাক্কায় আবার আগের চেয়ে অনেক উপরে চলে যাই।

সর্বশেষ খবর