Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৪ এপ্রিল, ২০১৯ ২৩:২০

খোঁজ মিলেছে শখের

শোবিজ প্রতিবেদক

খোঁজ মিলেছে শখের

অনেক দিন ধরেই মিডিয়ায় অনুপস্থিত টিভি অভিনেত্রী আনিকা কবির শখ। অনেকটা সময় ধরে কোনো খোঁজ নেই তার। অনেকে ভেবেছিলেন নিলয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিডিয়া ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। অনেক পরিচালক অভিযোগ করছেন, ‘তারা নাটকে অভিনয়ের জন্য শখকে খুঁজছেন। কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছেন তারা।

সর্বশেষ ‘ডি-২০’ নামের একটি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর আর নেই। অভিনয় করছেন না নতুন কোনো নাটকে।  কোথায় আছেন তিনি? শোবিজকে কী তাহলে বাই বাই জানালেন? এমন প্রশ্নই ঘুরছে এ অঙ্গনে। শখের আড়ালে আড়ালে থাকার খোঁজ নিতেই যোগাযোগ করা হয় তার সঙ্গে। কিন্তু নাম্বার বন্ধ। পরে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায় শখের হদিস। জানা যায়, ‘অভিনয় ছাড়েননি শখ। আড়ালও হননি। আসল ঘটনা হচ্ছে দীর্ঘদিন ধরেই অসুস্থ আছেন তার মা। মায়ের পাশেই আছেন শখ।

দেখভাল করছেন মাকে। তাই অভিনয় করা হচ্ছে না। তবে শিগগিরই অভিনয়ে ফিরবেন।’ নাটকের জনপ্রিয়তা পাওয়া শখের ক্যারিয়ারে ভাটা পড়ে ২০১৭ সালের পর। ২০১৫ সালে নিলয়ের সঙ্গে বিবাহে আবদ্ধ হওয়ার দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। বিয়ের পর নিলয় নিয়মিত কাজে ফিরতে পারলেও পারেননি শখ।


আপনার মন্তব্য