বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

মে দিবসের তথ্যচিত্রে কাঙালিনী সুফিয়া

শোবিজ প্রতিবেদক

মে দিবসের তথ্যচিত্রে কাঙালিনী সুফিয়া

কেমন আছেন লোকগানের বিশিষ্ট শিল্পী কাঙালিনী সুফিয়া? তিনি কী সুস্থ হয়েছেন? আর্থিক সংকট কেটেছে? ভক্তমাত্রই এসব প্রশ্নের উত্তর জানতে চান। সংগ্রামী এই মানুষটির জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘কাঙালিনী : এক জীবনে অনেক জীবন’। বাংলাঢোল প্রযোজিত তথ্যচিত্রটি আন্তর্জাতিক শ্রমিক দিবসে উন্মুক্ত করা হয়েছে। সোমেশ্বর অলির চিত্রনাট্য ও আল আমিন রংপুরিয়ানের পরিচালনায় ৩৫ মিনিট ব্যাপ্তির তথ্যচিত্রে উঠে এসেছে জীবন্ত কিংবদন্তি গায়িকা কাঙালিনী সুফিয়ার সংগ্রামী জীবনের অজানা গল্প। তারা বলেন, ‘যার গান শুনে বিমোহিত কোটি কোটি শ্রোতাদর্শক, স্ব নামে যিনি এত বিখ্যাত, সেই মানুষটির মনে কেন স্বস্তি নেই? আমরা শুধু জানি, আমাদের সময়ে, একই আলো বাতাসে বেঁচে থাকা এই মহীয়সী নারীর কাছে আমাদের অনেক ঋণ। কাঙালিনী সুফিয়ার এই তথ্যচিত্র কঠিন সময়েরই দগদগে এক প্রামাণ্য দলিল।’ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ‘কাঙালিনী : এক জীবনে অনেক জীবন’ তথ্যচিত্রটি উন্মুক্ত করা হয়েছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স অ্যাপগুলোতে। কিছুদিন পর তথ্যচিত্রটি দেখা যাবে বাংলাঢোলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও।

সর্বশেষ খবর