আমার প্রকৃত বন্ধু ছিল সালমান
---------- মৌসুমী
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে প্রথম জুটি বেঁধে আমরা অভিনয় করি। শুধু অভিনয় জীবনের সঙ্গীই নয়, সালমান ছিল আমার আশৈশব বন্ধু। খুলনায় একই স্কুলে পড়তাম। যদিও মাত্র চারটি ছবিতে আমি সালমানের সঙ্গে কাজ করেছি কিন্তু আমার প্রকৃত বন্ধু ছিল সে। সে একাধারে ভালো অভিনেতা ও অসাধারণ মনের মানুষ ছিল।
সালমান ছিল গড গিফটেড
-------- সোহানুর রহমান সোহান
কিছু মানুষ ক্ষণজন্মা থাকে। সালমানও সেরকম একজন। ফিল্মে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করে তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মন কেড়েছে সে। সালমান ছিল গড গিফটেড। একজন হিরোর যেরকম হওয়া উচিত সেরকমই ছিল সে। তাকে ডাকলেই পাওয়া যেত। এখনকার হিরোদের সালমানের কাছ থেকে এই শিক্ষাগুলো নেওয়া উচিত। একজন ভালো মানুষও ছিল সে। তাই আজ তার বিদায়ের ২৩ বছর পরও সালমানকে নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা যেই সেই আলোচনা নয়। আমি তো টের পাচ্ছি। এই চ্যানেল, সেই পত্রিকা। সবাই তাকে স্মরণ করছে।
আমাকে পিচ্চি বলে ডাকত
-------- শাবনূর
ওর মধ্যে ছেলেমানুষী কাজ করত বেশি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। সালমানের দ্বিতীয় ছবি ‘তুমি আমার’-এ নায়িকা হই আমি। আমরা জুটি হয়ে আরও ১৩টি ছবিতে অভিনয় করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে সালমানের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমার। মানুষ হিসেবে ছিল অনন্য। খুব শৌখিনও ছিল। গাড়ির প্রতি ছিল তার বেশি আগ্রহ। সালমান আমাকে ‘পিচ্চি’ বলেই ডাকত। সালমানের নিজের ছোট বোন ছিল না। তাই আমাকে ছোট বোনের মতোই দেখত। সালমান অনেক বড় মনের মানুষ ছিল। কোনো অহংকার ছিল না তার মধ্যে।