মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসকের পর্যবেক্ষণে এন্ড্রু কিশোর

শোবিজ প্রতিবেদক

চিকিৎসকের পর্যবেক্ষণে এন্ড্রু কিশোর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা শুরু হয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার প্রথম ধাপে চলছে বিভিন্ন পরীক্ষা। কিছু পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আরও কিছু বাকি আছে। সেসব পাওয়ার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, পরীক্ষার জন্য তাকে আরও দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। গত সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এন্ড্রু কিশোর। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং আরেকজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।

জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এড্রেনাল গ্লান্ড একটু বড় হয়ে গেছে। এখন তার আরেকটি সমস্যা হলো জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। তা নিয়ে চিকিৎসকরা চিন্তিত। কেন এভাবে জ্বর আসছে, তার সমাধান খুঁজছেন চিকিৎসকরা। এ ছাড়া তার শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয়েছে ল্যাবে। সে রিপোর্ট পাওয়া যাবে ছয় সপ্তাহ পর। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এন্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি এন্ড্রু কিশোরের শারীরিক সমস্যার খোঁজ নেন এবং তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

সর্বশেষ খবর