শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৫৪ বসন্তে কিং অব বলিউড

শোবিজ ডেস্ক

৫৪ বসন্তে কিং অব বলিউড

শাহরুখ খান

বলিউডের উজ্জ্বল জ্যোতিষ্ক ‘কিং অব বলিউড’খ্যাত অভিনেতা শাহরুখ খান। আজ যিনি জীবনের ৫৪তম বসন্তে পা রাখতে যাচ্ছেন। দিল্লির এক সাধারণ ছেলে থেকে আজ তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে তাকে শুধু ভারতের নয়, সারা বিশ্বের মানুষ চেনেন তার অসাধারণ অভিনয় প্রতিভার সুবাদে।

২ নভেম্বর ১৯৬৫ সাল, নয়া দিল্লিতে শাহরুখ খানের জন্ম। শাহরুখ খানের প্রাথমিক শিক্ষাজীবন দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে শুরু হয়। পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি তিনি খেলাধুলাতেও ছিলেন অসাধারণ এবং স্কুলের হয়ে হকি ও ফুটবল খেলতেন। পড়াশোনায় দারুণ সাফল্যের জন্য তিনি একবার সেই স্কুলের সর্বোচ্চ পুরস্কার Sword of Honor পদে সম্মানিতও হন। সে সময় তার জীবনের লক্ষ্য ছিল বড় হয়ে একজন খেলোয়াড় হওয়ার। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি সেই স্বপ্নপূরণ করতে পারেননি, কারণ একটা দুর্ঘটনায় তার কাঁধে বড় ধরনের চোট লাগে এবং তাকে খেলাধুলা সারা জীবনের জন্য ছেড়ে দিতে হয়। তার মধ্যে আরেকটি দারুণ প্রতিভা ছিল, তা হলো অভিনয়। স্কুল জীবন থেকেই তিনি অভিনয় করতে বেশ ভালোবাসতেন এবং বিভিন্ন নাটকেও অংশ নিতেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে তার বেশ ভালো লাগত। শাহরুখ খানের Alltime Favorite অভিনেতারা হলেন- দিলীপ কুমার, অমিতাভ বচ্চন এবং মুমতাজ। তাদের অভিনয় দেখেই তিনি জীবনে অনেক কিছু শিখেছেন এবং তার অভিনয় জগতে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণাও ছিলেন এ তিন ব্যক্তিত্ব, যা তিনি আজও স্বীকার করেন। দিল্লির হান্সরাজ কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েট হওয়ার পর তিনি সে বিষয়ে আর বেশি দূর এগোননি। কারণ তার বেশিরভাগ সময় কাটত দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপে। ওই গ্রুপে থাকার সময় পরিচালক ব্যারি জনের তত্ত্বাবধানে নিজের অভিনয় দক্ষতাকে আরও উন্নত করে তুলতে সক্ষম হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর