শিরোনাম
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় সংবর্ধিত হচ্ছেন শিবলী মোহাম্মদ

শোবিজ প্রতিবেদক

কলকাতায় সংবর্ধিত হচ্ছেন শিবলী মোহাম্মদ

দেশের প্রতিথযশা নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদ। দেশের একজন অন্যতম প্রধান কত্থক নৃত্যশিল্পী। দীর্ঘ জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এ পরিপ্রেক্ষিতে এবার কলকাতায় সংবর্ধিত হচ্ছেন এই জনপ্রিয় নৃত্যশিল্পী। আগামীকাল পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী নূপুর নৃত্য সংস্থা তাদের প্রতিষ্ঠানের রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। সেখানে আয়োজন করা হয়েছে একটি নৃত্য উৎসবের। সমগ্র বাংলাদেশ তথা বিশ্বনৃত্য জগতে অসামান্য অবদান রাখার জন্য উৎসবের জ্ঞানমঞ্চে বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদকে সম্মাননা জানানো হবে। বিশেষ অতিথি হিসেবেও তিনি থাকবেন। এদিকে ২২ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারের সৈকতে অনুষ্ঠিত হবে ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল’। যেখানে শতাধিক তরুণ নৃত্যশিল্পীকে নিয়ে নৃত্য পরিবেশন করবেন শিবলী। এই গুণী নৃত্যশিল্পী বিরজু মহারাজের সান্নিধ্যে কত্থক নৃত্যে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। কত্থক নৃত্যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও তিনি ইউরোপিয়ান ধারার সঙ্গে উপমহাদেশীয় নৃত্যের সমন্বয় করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি নির্দেশনা দিয়েছেন অসংখ্য নৃত্যনাট্যে। নৃত্য সাধনাই যার জীবনের ব্রত। টেলিভিশন এবং মঞ্চে তিনি সপ্রতিভ। তার রয়েছে দেশের অন্যতম নৃত্য শেখার প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’। তিনি নৃত্যশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্র থেকে জর্জ হ্যারিসন অ্যাওয়ার্ড, ইউনিসেফ পদকসহ পেয়েছেন অসংখ্য পদক এবং সম্মাননা।

সর্বশেষ খবর