বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাল ইতি তোমারই ঢাকা

শোবিজ প্রতিবেদক

কাল ইতি তোমারই ঢাকা

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ১১টি ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত হয়েছে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে এই অমনিবাস চলচ্চিত্র। ১১ গল্পের ১১ নির্মাতা, যেখানে আছেন প্রায় অর্ধশত জনপ্রিয় শিল্পী। এদের মধ্যে উল্লেখযোগ্য নুসরাত ইমরোজ তিশা ও অর্চিতা স্পর্শিয়া। গত বুধবার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছবিটির প্রিমিয়ার শো। এদিকে ১১ গল্পের মধ্যে ‘চেয়ার্স’ নামের একটি গল্পে দেখা যাবে স্পর্শিয়াকে। এটি পরিচালনা করেছেন শাওকী। স্পর্শিয়া বলেন, ‘ঢাকার মেয়েদের ক্রাইসিস নিয়ে ‘চেয়ার্স’-এর গল্প। একেবারে ঢাকার চালচিত্র উঠে আসবে এখানে। দুজন মেয়েকে দেখানো হয়েছে, তাদের একজন আমি। আরেকজন তানিন তানহা। আর ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।’ এদিকে চলতি বছর ‘ইতি তোমার ঢাকা’ ছাড়াও অর্চিতা স্পর্শিয়ার মুক্তি পাবে নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’। স্পর্শিয়া প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফসানা মিমির সঙ্গে, যা স্ট্রিমিং অ্যাপ ‘বায়োস্কোপে’ মুক্তি পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর