সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বছরজুড়ে হলিউডি যত চমক

বছরজুড়ে হলিউডি যত চমক

চলতি বছর আবারও চমক দেখাবে হলিউড।  বিশ্বব্যাপী রাজত্ব করবেন হলিউড তারকাশিল্পীদের যত ছবি। এমন কয়েকটি ছবির কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

টম ক্রুজের ‘টপ গান ম্যাভারিক’

টম ক্রুজের দুর্র্ধর্ষতার মাত্রা এবার আরও বাড়বে। কারণ টম ক্রুজ তার সফলতম ছবি টপ গান-এর নতুন কিস্তি ‘টপ গান : ম্যাভারিক’ নিয়ে ফিরছেন এ বছর। জোসেফ কসেনস্কি পরিচালিত ছবিটি ২৬ জুন মুক্তি পাবে।

 

আগাথা ক্রিস্টির ‘ডেথ অন দ্য নাইল’

স্যার কেনেথ ব্রানাঘ নির্মাণ করছেন আগাথা ক্রিস্টির ‘হারকিউল পয়রট’-এর দ্বিতীয় কিস্তি ‘ডেথ অন দ্য নাইল’। একঝাঁক হলিউড তারকাকে দেখা যাবে এই ছবিতে। এদের মধ্যে আছেন ওয়ান্ডার ওম্যানখ্যাত গাল গ্যাদত, অভিনেতা আর্মি হ্যামার, ব্ল্যাক প্যান্থার ছবির লেটিটা রাইট, বলিউডের আলী ফজল। ৯ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

 

ড্যানিয়েল ক্রেইগের ‘জেমস বন্ড : নো টাইম টু ডাই’

জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। এরই মধ্যে এই ছবির টিজার সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মনে। ড্যানিয়েল ক্রেইগ এবারই শেষবারের মতো এই চরিত্রে নিজেকে তুলে ধরছেন। ৮ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

 

ক্রিস পেইনের ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

প্রথম কিস্তির ব্যাপক সাফল্যের পর এবার ওয়ান্ডার ওম্যানের পরবর্তী চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। পেটি জেনকিনস পরিচালিত এই ছবিতে আবার ফিরছেন ক্রিস  পেইন এবং এতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ক্রিস্টেন উইগকেও। এটি মুক্তি পাবে ৪ জুন।

 

স্কারলেট জোহান্সের ‘ব্ল্যাক উইডো’

চলতি বছর দর্শক মনে আবারও শিহরণ জাগাতে আসছে ‘ব্ল্যাক উইডো’। ‘অ্যাভেঞ্জার্স : অ্যান্ডগেম’ এ নাতাশা রোমানোফের মৃত্যুর পর স্কারলেট জোহান্স আবার পুরনো চরিত্রে ফিরবেন এই ছবির মধ্য দিয়ে। এখন সুপারহিরো সিনেমার দর্শকদের প্রতীক্ষা এ ছবির জন্য। ছবিটি মুক্তি পাবে ১ মে।

শার্লিজ থেরনের ‘ফিউরিয়াস নাইন’

জনপ্রিয় মুভি সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’র নবম কিস্তি শুরু হবে আগের ছবি ‘হবস অ্যান্ড শ’র ধারাবাহিকতা মেনে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস পুরনো চরিত্রের পাশাপাশি খলচরিত্রে আবারও ফিরতে যাচ্ছেন শার্লিজ থেরন। ছবিটি ২১ মে মুক্তি পাবে।

 

অন্যান্য

এ ছাড়াও চলতি বছর বলিউডে চমক হয়ে বড় পর্দায় আসছে মুলান, ঘোস্টবাস্টার্স, বম্বশেল, গ্রিড, সাইড স্টোরি, ফ্রি গাই, বুবার্ডস অব প্রে, জো জো র‌্যাবিট মুভিগুলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর