সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিয়ের বিষয়টা কিন্তুু সবাই জানত

পান্থ আফজাল

বিয়ের বিষয়টা কিন্তুু সবাই  জানত

চিত্রনায়ক সাইমন সাদিক বিয়ে করেছেন; তা আবার ছয় বছর আগেই! গত শনিবার বিকাল ৫টায় হঠাৎ করেই স্ত্রী ও সন্তান নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন পোড়ামনখ্যাত এই নায়ক। বড় ছেলের স্কুলে বিশেষ প্রাপ্তিতে নিজের স্ত্রী-সন্তানের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। নায়কের বিয়ের সংবাদে ভক্তদের অবাক হওয়ারই কথা। কারণ এতদিনেও ঢাকাই শোবিজ অঙ্গন এই বিষয়টি জানত তো। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করতেই ওয়েলকাম টিউন ‘কি করে বোঝাই তোকে...’ বেজে উঠল। এ ওয়েলকাম টিউন কি ভাবীর পছন্দে সেট করা কিনা জিজ্ঞাসা করতেই হাসিমুখে নায়কের ‘হ্যাঁ’সূচক ছোট্ট জবাব। এরপর বিয়ে বিষয়ে বললেন, ‘এ বিষয়টি তো ওপেন সিক্রেট ছিল। সবাই জানত। দীপার সঙ্গে আমার পরিচয় ২০০৬ সালে। এরপর দুজনের ভালোবাসার শুরু। ২০১৪ সালের ডিসেম্বরে বিয়ে করি।’ পরিচয়টা কীভাবে হলো? সাইমন প্রতিউত্তরে বললেন, ‘তার সঙ্গে পরিচয় বাণিজ্য মেলায়। চুড়ি অদল-বদল হওয়ার মাধ্যমে দেখা হয়।

চুড়ি অদল-বদলের কারণে দীপা মাইকে অ্যানাউন্স করেছিল। যদিও বদলে যাওয়া চুড়িগুলো ছিল আমার বন্ধু মিঠুর। মিঠুর নাম মাইকে বারবার বলা হচ্ছিল ‘মিঠু তুমি কোথায়? মাইকের সামনে এসো।’ আমার নাম কিন্তু বলা হয়নি। আমি তখন দুষ্টু ছিলাম। মিঠুর সঙ্গে ঘোষণাস্থলে গিয়ে যখন বললাম, ‘মিঠুকে খুঁজছেন কেন? দীপা বলল, ‘আগে দুইশ টাকা দেন। মাইকে ঘোষণার জন্য খরচ হয়েছে। পরে দিয়ে দেব। আর মিঠুকে নয়, আপনাকেই খুঁজছি।’ পরে অবশ্য ওর আত্মীয়-স্বজন আসলে টাকাটা ফেরত দিয়েছিল।’ তাহলে কি ভাবী আপনার ব্যাপারে আগ্রহ বেশি ছিল, আপনি নন? সাইমন মুঠোফোনের ওপাশে মুচকি হেসে উত্তর দিল, ‘আমি তখন ভাব নিচ্ছিলাম। সেই বেশি আগ্রহী ছিল। বলল, চলেন কাল দেখা করি সকাল ১০টায়। আমি ইন্টারেস্ট দেখালাম না। পরে আবার বলল, বিকালে? বললাম কাজ আছে। তবে পরের দিন ঘুম থেকে উঠে দুপরে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে... হা হা হা।’ সাইমন জানালেন, তার দুই সন্তান। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। আর ছোট ছেলের নাম সাদিক মো. সাইয়্যার। তার বয়স পাঁচ মাস। সেদিনের ফেসবুক পোস্টে সাইমন বড় ছেলের সাফল্যে লেখেন, ‘কোনো দিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার বড় ধন, আমার জীবন, আমার সন্তান, সাদিক মো. সাইয়্যান, আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহূর্ত। আমার টুকটুকের জন্য দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাকে ক্ষমা করবেন, ওকে এতদিন পর আপনাদের সামনে আনার জন্য।’ উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়কের ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রটি রয়েছে   মুক্তির অপেক্ষায়।

সর্বশেষ খবর