শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

অপরাধবোধের গল্প নিয়ে গণঅর্থায়নে নির্মিত ‘হাজত’

শোবিজ প্রতিবেদক

অপরাধবোধের গল্প নিয়ে গণঅর্থায়নে নির্মিত ‘হাজত’

সাদেক একটি ভয়ংকর অপরাধ করে। আর সেই অপরাধ সম্পর্কে আশপাশের কেউ কখনো জানতে পারে না। সেই সুবাধে তার স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবেই পার হওয়ার কথা। কিন্তু সাদেকের ভিতরের অপরাধবোধ নতুন এক যন্ত্রণার জন্ম দেয়। সাদেক সেই যন্ত্রণা থেকে মুক্তির নানা উপায় খুঁজতে থাকে। অপরাধ করে সাদেক দুনিয়ার হাজত থেকে পার পেলেও বন্দী হয় তার ভিতরের হাজতে। এমন ধরনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন যুবরাজ শামীম। ছবিটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ‘হাজত’ মূলত অপরাধবোধের গল্প। অভিনয়ে সাদেক, বাদশা, দুলাল, সোহাগী, স্বপন প্রমুখ। চিত্রগ্রহণে আনন্দ সরকার এবং যুবরাজ শামীম। নির্মাতা বলেন, ‘হাজত মূলত আদিম’র সিক্যুয়েল। তবে আদিম এবং হাজত পুরোপুরি ভিন্ন সিনেমা। অপরাধ করার পর অপরাধীর মানসিক অবস্থার গল্প নিয়ে ‘হাজত’ নির্মিত। কাছের কয়েকজন মানুষের কাছ থেকে টাকা-পয়সা এবং আমার এক বন্ধুর কাছ থেকে ক্যামেরা নিয়ে সিনেমাটির শুটিং করেছি। সেই অর্থে ‘হাজত’ গণঅর্থায়নের সিনেমা। শুটিং করেছি ১৬ দিন।’

সর্বশেষ খবর