শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভালো আছেন ফেরদৌস ওয়াহিদ

শোবিজ প্রতিবেদক

ভালো আছেন ফেরদৌস ওয়াহিদ

করোনা আক্রান্ত পপতারকা ফেরদৌস ওয়াহিদ এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকারী মোশাররফ। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন পপতারকা ফেরদৌস ওয়াহিদ। ১৪ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর করোনায় আক্রান্ত কিনা, নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। পরদিন শুক্রবার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। মোশাররফ জানান ‘শুরুতে অবস্থা যেমন ছিল, এখন তা নেই। ব্যথাও কমেছে। খাবার খাচ্ছেন, তবে তা স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা এত আন্তরিকতা নিয়ে ভাইকে দেখাশোনা করছেন, বলে বোঝাতে পারব না। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’ পাঁচ দশক ধরে গান গেয়ে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই পপতারকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর